TRENDING:

ChatGPT ছাড়া চলেই না? সুখবর আপনার জন্য! ভারতে এল নতুন সাবস্ক্রিপশন প্ল্যান, কত দাম? কী কী সুবিধা পাবেন? জেনে নিন

Last Updated:
GPT-5 দ্বারা চালিত, যা ফ্রি প্ল্যানের তুলনায় ১০ গুণ বেশি মেসেজ, ছবি তৈরি, ফাইল আপলোডের সুবিধা দেবে। দু’গুণ বেশি মেমোরি, ফলে কথোপকথন হবে আরও ব্যক্তিগত ও দীর্ঘমেয়াদি। ফ্রি প্ল্যানের থেকে অনেক উন্নত, তবে Plus বা Pro-র মতো দামি নয়।
advertisement
1/10
ChatGPT ছাড়া চলেই না? সুখবর আপনার জন্য! ভারতে এল নতুন সাবস্ক্রিপশন প্ল্যান, কত দাম?
ভারতে এবার চালু হল চ্যাটজিপিটির একেবারে নতুন সাবস্ক্রিপশন প্ল্যান ‘ChatGPT Go’। ওপেনএআই জানিয়েছে, দ্বিতীয় বৃহত্তম বাজার ভারতকে মাথায় রেখেই আনা হয়েছে এই সাশ্রয়ী প্ল্যান।
advertisement
2/10
চ্যাটজিপিটি দ্বিতীয় বৃহত্তম বাজার ভারতেই। তাই ভারতের ইউজারদের কথা ভেবে এবার নয়া প্ল্যান নিয়ে এল ওপেনএআই। লঞ্চ হল ‘চ্যাটজিপিটি গো’। প্রতি মাসে ৩৯৯ টাকার বিশেষ প্ল্যান এনেছে চ্যাটজিপিটির নির্মাতা সংস্থা।
advertisement
3/10
এই প্ল্যানের সাহায্যে অতিরিক্ত ফাইল আপলোড, বেশি ছবি তৈরি করা, বেশি মেসেজ করতে পারার মতো একাধিক সুবিধা পাওয়া যাবে। সাবস্ক্রিপশন ছাড়াও পেমেন্টের জন্য বিশেষ সুবিধা করে দিয়েছে ওপেনএআই।
advertisement
4/10
এবার থেকে পেমেন্ট করা যাবে ইউপিআইয়ের সাহায্যে। এর ফলে গোটা দেশের সকলেই চ্যাটজিপিটির কৃত্রিম বুদ্ধিমত্তা কিনতে পারবে সহজে। ইউপিআই থাকলে যেকোনও কিউআর কোড বা পেমেন্ট অ্যাপের মাধ্যমে পেমেন্ট সম্ভব।
advertisement
5/10
এই বিষয়ে সম্প্রতি একটি বিবৃতি দিয়েছে সংস্থাটি। বিবৃতিতে বলা হয়েছে, ‘ওপেনএআই আজ চ্যাটজিপিটি গো চালু করছে। এটি একটি নতুন সাবস্ক্রিপশন প্ল্যান যা সমগ্র ভারত জুড়ে ব্যবহারকারীদের জন্য উন্নত এআই সরঞ্জামগুলিকে আরও সহজলভ্য করে তুলবে।
advertisement
6/10
পাশাপাশি সেগুলিকে সাশ্রয়ী মূল্যের করে তোলার জন্য ডিজাইন করা হয়েছে। কারণ দেশজুড়ে ওপেনএআই-এর সরঞ্জামগুলির ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে।’
advertisement
7/10
বেশি মেসেজ পাঠানো, ছবি তৈরি, ফাইল আপলোড এবং মেমরি, উন্নত ভারতীয় ভাষাগুলি বর্তমানে GPT-5-এ পাওয়া যাচ্ছে।
advertisement
8/10
তবে এগুলির জন্য আলাদা করে সাবস্ক্রিপশন নিতে হবে। ৩৯৯ টাকার চ্যাটজিপিটি গো সাবস্ক্রিপশন নিলেই পাওয়া যাবে সবরকম পরিষেবা।
advertisement
9/10
কী কী থাকছে সুবিধায়: GPT-5 দ্বারা চালিত, যা ফ্রি প্ল্যানের তুলনায় ১০ গুণ বেশি মেসেজ, ছবি তৈরি, ফাইল আপলোডের সুবিধা দেবে। দু’গুণ বেশি মেমোরি, ফলে কথোপকথন হবে আরও ব্যক্তিগত ও দীর্ঘমেয়াদি। ফ্রি প্ল্যানের থেকে অনেক উন্নত, তবে Plus বা Pro-র মতো দামি নয়।
advertisement
10/10
ভারতীয় ব্যবহারকারীদের জন্য বিশেষত্ব: UPI পেমেন্ট সাপোর্ট— PhonePe, Google Pay, Paytm-এর মতো পরিচিত অ্যাপ দিয়ে সরাসরি সাবস্ক্রিপশন ফি পরিশোধ করা যাবে। প্রথমবারের মতো দাম দেখানো হচ্ছে ভারতীয় টাকায়। আপাতত শুধুমাত্র ভারতে পরীক্ষামূলকভাবে চালু, পরে বিশ্বজুড়ে চালু হওয়ার সম্ভাবনা।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
ChatGPT ছাড়া চলেই না? সুখবর আপনার জন্য! ভারতে এল নতুন সাবস্ক্রিপশন প্ল্যান, কত দাম? কী কী সুবিধা পাবেন? জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল