TRENDING:

অনলাইন ধামাকা অফার, দেদার শপিং করছেন, ঠকছেন না তো? লুঠ হতে পারে ব্যাঙ্কের সব টাকা, সাবধান!

Last Updated:
Safe Shopping Tips: সচেতন থাকুন, সাবধান থাকুন, নিরাপদ থাকুন। এই পুজোয় কেনাকাটা হোক নির্ভরযোগ্য ও নিশ্চিন্ত। ভরসাযোগ্য অ্যাপ, ওয়েবসাইট ও দোকান থেকে পণ্য কিনুন। 
advertisement
1/5
অনলাইন ধামাকা অফার, দেদার শপিং করছেন, ঠকছেন না তো? লুঠ হতে পারে ব্যাঙ্কের সব টাকা, সাবধান!
উৎসবের আনন্দে প্রতারণা না হোক! সাবধান হন এক্ষুনি। তা না হলে বড়সড় ক্ষতির মুখে পড়তে পারেন।পুজোর আগে অনলাইন অফার ও ডিসকাউন্টে অনেকেই আকৃষ্ট হন। কিন্তু ভুয়ো ওয়েবসাইট বা ফেক লিঙ্কের ফাঁদে পা দিলে টাকা খোয়া যাওয়ার আশঙ্কা থাকে। তাই বিশ্বস্ত ওয়েবসাইট থেকেই কেনাকাটা করুন। পেমেন্ট করার আগে যাচাই করুন ওয়েবসাইটটি নিরাপদ কি না।
advertisement
2/5
জলপাইগুড়ির ক্রেতা সুরক্ষা সহ অধিকর্তার পরামর্শ। সচেতন থাকুন। অনলাইনে বা অফলাইনে কেনাকাটা করলেই ক্যাশ মেমো বা ইনভয়েস নেওয়া আপনার অধিকার। ভুল পণ্য, ক্ষতিগ্রস্ত সামগ্রী বা দাম নিয়ে অসুবিধা হলে এই মেমো-ই হবে আপনার প্রমাণ। মেমো ছাড়া অভিযোগ গ্রহণে সমস্যা হতে পারে।
advertisement
3/5
বেশি লাভের লোভে নয়, সচেতনতার চোখে দেখুন। সস্তা দামে 'লিমিটেড অফার' বা 'ফ্রি গিফট'-এর মতো টোপে অনেকেই পা দেন। অনেক ক্ষেত্রেই এগুলো প্রতারণার ফাঁদ। সন্দেহজনক বিজ্ঞাপন বা হোয়াটসঅ্যাপ লিঙ্ক থেকে কেনাকাটা এড়িয়ে চলুন। লোভ নয়, বুদ্ধি দিয়ে শপিং করুন।
advertisement
4/5
প্রতারিত হলে থাকছে আইনি সহায়তা। আপনি যদি প্রতারণার শিকার হন, প্রথমে যোগাযোগ করুন বিক্রেতার সঙ্গে। সমাধান না পেলে অভিযোগ জানান ক্রেতা সুরক্ষা দফতরে। সরকারি আইনজীবীর মাধ্যমে কনজিউমার কমিশনের সাহায্যও পাওয়া যাবে একেবারে বিনামূল্যে।
advertisement
5/5
সচেতন থাকুন, সাবধান থাকুন, নিরাপদ থাকুন। এই পুজোয় কেনাকাটা হোক নির্ভরযোগ্য ও নিশ্চিন্ত। ভরসাযোগ্য অ্যাপ, ওয়েবসাইট ও দোকান থেকে পণ্য কিনুন। নিজের তথ্য ও টাকা রক্ষা করেই আনন্দের পুজো উপভোগ করুন। সতর্কতা মানেই সুরক্ষা!
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
অনলাইন ধামাকা অফার, দেদার শপিং করছেন, ঠকছেন না তো? লুঠ হতে পারে ব্যাঙ্কের সব টাকা, সাবধান!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল