TRENDING:

OnePlus Nord CE 3 Lite: বাজারে এল ওয়ানপ্লাসের নয়া স্মার্টফোন নর্ড সিই ৩ লাইট, কেনা উচিত হবে?

Last Updated:
OnePlus Nord CE 3 Lite Review: বিশেষজ্ঞরা একে ২০ হাজার টাকার স্মার্টফোন বিভাগে লঞ্চ হওয়া সবচেয়ে আকর্ষণীয় ফোনগুলির মধ্যে অন্যতম বলে উল্লেখ করেছেন।
advertisement
1/6
বাজারে এল ওয়ানপ্লাসের নয়া স্মার্টফোন নর্ড সিই ৩ লাইট, কেনা উচিত হবে?
গত সপ্তাহে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট স্মার্টফোন। ১১ এপ্রিল রাত ১২টার পর থেকে এই ফোন কিনতে পারবেন গ্রাহকরা। বিশেষজ্ঞরা একে ২০ হাজার টাকার স্মার্টফোন বিভাগে লঞ্চ হওয়া সবচেয়ে আকর্ষণীয় ফোনগুলির মধ্যে অন্যতম বলে উল্লেখ করেছেন। পোকো এক্স৫ এবং আইকিউওও ২৭-এর সঙ্গে জোর টক্কর হওয়ার সম্ভাবনা থাকলেও বিপুল সংখ্যায় বিক্রি হবে বলেও মনে করছেন তাঁরা। ওয়ান প্লাস নর্ড সিই ৩ লাইট স্মার্টফোনের অফার এবং ডিলগুলি দেখে নেওয়া যাক।
advertisement
2/6
ফোনটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এ দেশে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়ছে ১৯,৯৯৯ টাকা। আর যদি র‍্যাম এক রেখে ২৫৬ জিবি স্টোরেজ নেওয়া হয় তাহলে দাম দাঁড়াচ্ছে ২১,৯৯৯ টাকা।
advertisement
3/6
আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড হোল্ডাররা ওয়ান প্লাস ডট ইন, অ্যামাজন ডট ইন, ওয়ান প্লাস এক্সপেরিয়েন্স স্টোর এবং খুচরো অংশীদার স্টোরগুলো থেকে ক্রেডিট কার্ড কিংবা ডেবিট কার্ডে ইএমআইতে কিনলে হাজার টাকা তাৎক্ষণিক ছাড় মিলবে।
advertisement
4/6
শুধু তাই নয়, ওয়ানপ্লাস ঘোষণা করেছে, ওয়ান প্লাস ডট ইন, অ্যামাজন ডট ইন, ওয়ান প্লাস এক্সপেরিয়েন্স স্টোর এবং খুচরো অংশীদার স্টোরগুলোতে কেনাকাটা করলে গ্রাহকরা বিনামূল্যে পাবেন ২,৯৯৯ টাকা মূল্যের ওয়ানপ্লাস নর্ড বাডস সিই। Photo Courtesy: OnePlus
advertisement
5/6
ওয়ান প্লাস নর্ড সিই ৩ লাইট কি কেনা উচিত: এই স্মার্টফোন লঞ্চের সময় প্রযুক্তি বিশেষজ্ঞ এবং সমালোচকরা তীব্র সমালোচনা করেছিলেন। কারণ প্রতিযোগিতার সঙ্গে পাল্লা দিতে পারে এমন হার্ডওয়্যার ফোনে ছিল না। অতএব তাঁদেরকে ভুল বলা যায় না। কিন্তু তারপরেও ২০২২ সালে সবচেয়ে বেশি বিক্রি হয় ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট। কেন? কারণ এখনও অনেকেই ব্র্যান্ড ভ্যালু এবং ব্যবহারকারীদের অভিজ্ঞতার উপর আস্থা রাখেন।
advertisement
6/6
ফোনে ভাল সফটওয়্যার ব্যবহার আবশ্যিক। গ্রাহকদের কাছে সেটাই অগ্রাধিকার। তবে স্মার্টফোনের দুনিয়ায় ওয়ানপ্লাস এক বিশ্বস্ত নাম। অন্তত চিনা প্রতিপক্ষদের তুলনায় অনেক ভাল। এই কারণেই বিশেষজ্ঞরা বলছেন, ২০২৩ সালেও এই ফোন সবচেয়ে বেশি বিক্রি হবে। এতে রয়েছে ১২০ এইচজেড ডিসপ্লে, ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা, দ্রুত চার্জিং সুবিধা এবং স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপ। এখন দেখার ওয়ান প্লাস নর্ড সিই ৩ লাইট কতটা ঝড় তুলতে পারে!
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
OnePlus Nord CE 3 Lite: বাজারে এল ওয়ানপ্লাসের নয়া স্মার্টফোন নর্ড সিই ৩ লাইট, কেনা উচিত হবে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল