TRENDING:

OnePlus 13s vs Vivo X200 FE: OnePlus 13s-এর সঙ্গে জোর টক্কর দিতে বাজারে আসছে Vivo X200 FE! থাকছে ডুয়েল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা

Last Updated:
OnePlus 13s vs Vivo X200 FE: এই নতুন ফোনটির নাম হতে চলেছে Vivo X200 FE। ভারতের বাজারে আগামী জুলাই মাসে তা আত্মপ্রকাশ করতে পারে। 
advertisement
1/6
OnePlus 13s-এর সঙ্গে জোর টক্কর দিতে বাজারে আসছে Vivo X200 FE!
ভারতে নতুন কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করার ক্ষেত্রে Vivo-র পরিকল্পনার বিষয়ে জল্পনা দীর্ঘ সময় ধরেই শোনা যাচ্ছিল। কিন্তু এই বিষয়ে আপাতত কিছু জোরাদার তথ্য হাতে এসেছে যে, আসন্ন নতুন ফোনটি ঠিক কেমন দেখতে হবে! বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, Vivo-র নতুন ফোন হবে অনেকটা 'Mini' ফোনের মতো। এই নতুন ফোনটির নাম হতে চলেছে Vivo X200 FE। ভারতের বাজারে আগামী জুলাই মাসে তা আত্মপ্রকাশ করতে পারে।
advertisement
2/6
প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, ২টি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যেতে পারে Vivo X200 FE। একটিতে থাকবে ১২ জিবি RAM/২৫৬ জিবি স্টোরেজ। আর অন্যটিতে থাকবে ১৬ জিবি RAM/৫১২ জিবি স্টোরেজ। আর নতুন এই Vivo ফোনে থাকবে দুটি কালার অপশনও। এর দাম হতে পারে ৫০০০০ থেকে ৬০০০০ টাকার মধ্যে।
advertisement
3/6
Vivo X200 FE স্মার্টফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন: একটি রিপোর্ট অনুযায়ী, Vivo X200 FE স্মার্টফোনে থাকবে ১.৫কে রেজোলিউশন এবং ১২০ হার্ৎজ রিফ্রেশ রেট-সহ ৬.৩১ ইঞ্চি LTPO OLED ডিসপ্লে। এই ফোনে থাকতে পারে MediaTek Dimensity 9300+ প্রসেসর। তবে এর জায়গায় আসতে পারে আসন্ন Dimensity 9400e চিপসেট।
advertisement
4/6
যদিও এই ফোনটি আকারে বেশ ছোটই হবে। তবে এই ফোনে থাকতে পারে ৬৫০০mAh ব্যাটারি। যা সাপোর্ট করতে পারে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং। এর ওজন হবে ২০০ গ্রামের কাছাকাছি। এই ফোনে কিছু এআই ফিচারও থাকতে পারে। এর মধ্যে অন্যতম হল এআই সিজনাল পোর্ট্রেট। যা এখনও পর্যন্ত শুধুমাত্র চিনেই পাওয়া যাচ্ছে।
advertisement
5/6
OnePlus 13s-কে জোর টক্কর: এই রিপোর্টটি যদি সত্যি হয়, তাহলে তা OnePlus-এর আসন্ন OnePlus 13s স্মার্টফোনের সঙ্গে জোর টক্কর দিতে পারে। ফাঁস হওয়া তথ্য থেকে জানা যাচ্ছে যে, জুন মাসে ভারতের বাজারে আসতে পারে OnePlus 13s। যার দাম হতে পারে ৬০০০০ টাকার নীচে। এই ফোনে থাকতে পারে লেটেস্ট Snapdragon 8 Elite প্রসেসর।
advertisement
6/6
বলে রাখা ভাল যে, গত মাসে চিনের বাজারে এসেছিল OnePlus 13s। যা ভারতে খুব শীঘ্রই লঞ্চ করা হবে। এই ফোনে থাকতে পারে Snapdragon 8 Elite চিপসেট। আর থাকতে পারে ফুল HD + রেজোলিউশন-সহ ৬.৩২ ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে। সঙ্গে থাকতে পারে ১২০ হার্ৎজ রিফ্রেশ রেট।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
OnePlus 13s vs Vivo X200 FE: OnePlus 13s-এর সঙ্গে জোর টক্কর দিতে বাজারে আসছে Vivo X200 FE! থাকছে ডুয়েল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল