OnePlus 13s Launch in India: স্টাইলিশ লুক, ডুয়াল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ ভারতে লঞ্চ হল অল-রাউন্ডার ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 13s
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
OnePlus 13s Launch Price: OnePlus 13s-এর ভারতে ধামাকাদার এন্ট্রি! আর এই ব্যাঙ্কের কার্ডে মিলবে ৫০০০ টাকা ছাড়
advertisement
1/7

OnePlus 13s launch in India: ভারতের বাজারে আত্মপ্রকাশ করল OnePlus 13s। দাম শুরু হচ্ছে ৫৪৯৯৯ টাকা। এতে থাকছে Qualcomm Snapdragon 8 Elite চিপসেট। সবথেকে সাশ্রয়ী প্রিমিয়াম ফোনগুলির তালিকায় অন্যতম হল OnePlus-এর এই ফোনটি। তিনটি রঙের বিকল্প বা কালার ভ্যারিয়েন্টে গ্রাহকরা পেয়ে যাবেন OnePlus 13s। তবে এতে অ্যালার্ট স্লাইডারের পরিবর্তে রয়েছে একটি প্লাস কি।
advertisement
2/7
OnePlus 13s-এর মূল ফিচারগুলির মধ্যে অন্যতম হল - ৬.৩ ইঞ্চি OLED ডিসপ্লে, একাধিক জেনারেটিভ এআই ফিচার, ৩এনএম Snapdragon 8 Elite চিপসেট, ৫০ মেগাপিক্সেল মেন রিয়ার ক্যামেরা এবং ৫৮৫০mAh ব্যাটারি। Apple iPhone 16 এবং Samsung Galaxy S25-এর মতো ফোনগুলির সঙ্গে রীতিমতো টক্কর দিতে সক্ষম এই ফোনটি। OnePlus 13s ফোনের বেস মডেলটিতে রয়েছে 12GB RAM এবং 256GB স্টোরেজ। ডিফল্ট স্মার্ট ভয়েস অ্যাসিস্ট্যান্ট হিসেবে Google Gemini-কে ইন্টিগ্রেট করেছে OnePlus। এর মধ্যে রয়েছে একটি ৩ মাসের Google AI Pro সাবস্ক্রিপশন এবং 2TB-র অ্যাডিশনাল ক্লাউড স্টোরেজ।
advertisement
3/7
OnePlus 13s-এর বেস মডেল 12GB RAM এবং 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম মাত্র ৫৪৯৯৯ টাকা। আর অন্যদিকে 12GB RAM এবং 512GB স্টোরেজ ভ্যারিয়েন্টের টপ-এন্ড মডেলের দাম রাখা হয়েছে ৫৯৯৯৯ টাকা। এই ফোন পাওয়া যাচ্ছে তিনটি কালার ভ্যারিয়েন্টে - গ্রিন সিল্ক, ব্ল্যাক ভেলভেট এবং পিঙ্ক স্যাটিন। তবে পিঙ্ক স্যাটিন কালার মডেলে শুধু মিলবে 256GB ভ্যারিয়েন্ট।
advertisement
4/7
আগামী ১২ জুন ২০২৫ তারিখ থেকে এর সেল শুরু করতে চলেছে OnePlus। আর প্রি-অর্ডার শুরু হয়ে গিয়েছে ৫ জুন ২০২৫ তারিখ থেকে। লঞ্চ অফার হিসেবে SBI ব্যাঙ্ক কার্ড হোল্ডাররা পেয়ে যাবেন ৫০০০ টাকার ছাড়। ফলে 256GB ভ্যারিয়েন্টটির দাম কমে হবে ৪৯৯৯৯ টাকা। আর 512GB ভ্যারিয়েন্টটির দাম নেমে আসবে ৫৪৯৯৯ টাকায়।
advertisement
5/7
এই সেগমেন্টে ক্যাজুয়াল ফটোগ্রাফির জন্য OnePlus 13s-এর ক্যামেরা সিস্টেম হতে চলেছে সবথেকে শক্তিশালী সিস্টেম। এই ফোনের মেন রিয়ার ক্যামেরায় রয়েছে ৫০ মেগাপিক্সেলের সেন্সর। 2x ম্যাগ্নিফিকেশন-সহ রয়েছে ৫০ মেগাপিক্সেলের সেকেন্ডারি টেলিফটো ক্যামেরা। আর ফ্রন্ট ক্যামেরায় রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেন্সর।
advertisement
6/7
এটা হল কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ ডিভাইস। যার মধ্যে রয়েছে ৬.৩২ ইঞ্চির FullHD+ AMOLED ডিসপ্লে। সর্বোচ্চ রিফ্রেশ রেট ১২০ হার্ৎজ এবং ১৬০০ নিটস পিক ব্রাইটনেস। এটি Qualcomm Snapdragon 8 Elite চিপসেট দ্বারা চালিত হয়। এতে রয়েছে 12GB পর্যন্ত LPDDR5X RAM আর 512GB-র UFS 4.0 স্টোরেজ। এই স্মার্টফোনটি Android 15-based OxygenOS 15 দ্বারা চালিত হয়। আর রয়েছে একাধিক এআই ফিচার। Plus key যা রিঙ্গার প্রোফাইল পরিবর্তন করে দিতে পারে। যা AI Plus Mind স্পেসে অ্যাক্সেস প্রদান করে।
advertisement
7/7
এআই কল অ্যাসিস্ট্যান্ট হিন্দি ভাষায় কাজ করে। WhatsApp এবং Telegram কল-সহ থার্ড-পার্টি অ্যাপের সঙ্গে এটি কম্প্যাটিবল। ইমেজ এডিটিং এবং অন-ডিভাইস সার্চের জন্য একাধিক এআই টুল রয়েছে।