OnePlus 12: দুর্দান্ত অফার! এক ধাক্কায় অনেকটাই দাম কমল OnePlus 12-এর, কোথায় পাবেন এই সুবিধা? জানুন
- Published by:Ananya Chakraborty
- trending desk
- Reported by:Trending Desk
Last Updated:
OnePlus 12-এর এক ধাক্কায় সরাসরি ৫,৪৯৯ টাকার ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। সঙ্গে রয়েছে এক্সচেঞ্জ অফারও।
advertisement
1/7

একটা কথা সবার আগে স্পষ্ট করে দেওয়া উচিত হবে। অন্য কোনও ই-কমার্স প্ল্যাটফর্ম নয়, একমাত্র অ্যামাজনেই OnePlus 12-এর দাম পড়েছে। হতে পারে সেটা ফোন ম্যানুফ্যাকচারের সঙ্গে তাদের বিশেষ বাণিজ্যিক চুক্তি, তবে তাতে আমাদের কী! কম দামে OnePlus 12 কেনার সুযোগ তো আর বার বার পাওয়া যাবে না!
advertisement
2/7
OnePlus 12-এর আসল দাম ৬৪,৯৯৯ টাকা। 12GB RAM + 256GB স্টোরেজের মডেলের কথা এখানে বলা হচ্ছে আর কী! এটাই এখন অ্যামাজনে পাওয়া যাচ্ছে মাত্র ৫৯.৫০০ টাকায়। যার মানে এক ধাক্কায় সরাসরি ৫,৪৯৯ টাকার ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। সঙ্গে রয়েছে এক্সচেঞ্জ অফারও। এবার কেউ যদি সেটার ফায়দা তুলতে পারেন, ওই ৫৯,৫০০ টাকারও কমে OnePlus 12 পকেটে এসে যাবে।
advertisement
3/7
আর তার মানেই পারফরম্যান্স আর স্টাইলের যুগল জাদু! OnePlus তার খুব কম দামের ফোনেও একটা কর্পোরেট লুক বজায় রাখে, আর, এই ফ্ল্যাগশিপ ফোনের কথা বললে তা রীতিমতো অভিজাত! হাতে নিলে এক মুহূর্তে ভিড়ের সবার নজর স্থির হবে ওখানেই। সবে মাত্র ৯ মাস হল বাজারে এসেছে, অতএব কিনতে না চাওয়ার কোনও কারণও নেই, যদি না কেউ গ্যাজেটপ্রেমী না হন!
advertisement
4/7
ইতিমধ্যেই যে সব রিভিউ সামনে এসেছে, তা বলছে যে দামের তুলনায় এর পারফরম্যান্স চমকে দেওয়ার মতো। OnePlus 12 ফোন Snapdragon 8 Gen 3 চিপের মতো খুবই শক্তিশালী হাই এন্ড প্রসেসরে কাজ করে।
advertisement
5/7
ফলে, যাঁরা ঝকঝকে বড় স্ক্রিন, তুখোড় কার্যক্ষমতা এবং দীর্ঘ ব্যাটারি লাইফ- ফোন কেনার জন্য এই তিন বিষয়ের উপরে সর্বাধিক গুরুত্ব আরোপ করে থাকেন, OnePlus-এর এই ফোন তাঁদের পছন্দ হতে বাধ্য। HDR 10+, Dolby Vision, 4,500nits পিক ব্রাইটনেস সাপোর্টওয়ালা এর 120Hz স্ক্রিন মোবাইলে চোখ রাখার অভিজ্ঞতা আমূল বদলে দেবে।
advertisement
6/7
ডিজাইনের দিক থেকে এই ফোন যে প্রিমিয়াম ক্যাটাগরিতে পড়ে, তা আর আলাদা করে বলতে হবে না, সফটওয়্যারও বাধাহীন মসৃণ অভিজ্ঞতা দেয়। অ্যাপ লক, হাইড অ্যাপের মতো বেসিক ইউটিলিটি ফিচারও রয়েছে এই ফোনে। OnePlus তার এই ফোনে ৪ বছরের Android OS আপগ্রেড আর ৫ বছরের সিকিউরিটি প্যাচ দিচ্ছে।
advertisement
7/7
বাকি থাকে ক্যামেরার কথা। রিভিউ বলছে এই রেঞ্জের অন্য ফোনের তুলনায় OnePlus 12 দিনের আলোয় বেশি ভাল ছবি তোলে। ফোনটি 80W ফাস্ট ওয়্যারড এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে, বক্সে অ্যাডাপটারও থাকবে।