iPhone 12 সিরিজের সঙ্গে আর কোন ৫টি প্রডাক্ট লঞ্চ করতে পারে অ্যাপেল, জেনে নিন
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
ভারতীয় সময় রাত সাড়ে ১০টা থেকে সরাসরি স্ট্রিমিং করা হবে, দেখা যাবে ইউটিউব সহ অ্যাপলের নিজস্ব ইভেন্ট সাইটে
advertisement
1/6

অ্যাপল-প্রেমীরা যে দিনটির জন্য এত দিন ধরে অপেক্ষা করছিলেন, আজ সেই দিন। আজ, iPhone 12 সিরিজের ফোনের আনুষ্ঠানিক উদ্বোধন করতে চলেছে অ্যাপল। ভারতীয় সময় রাত সাড়ে ১০টা থেকে সরাসরি স্ট্রিমিং করা হবে। অ্যাপল পার্ক থেকে সরাসরি ভার্চুয়ালি এই অনুষ্ঠান সম্প্রচারিত হবে। দেখা যাবে ইউটিউব সহ অ্যাপলের নিজস্ব ইভেন্ট সাইটে। আজকের অনুষ্ঠানে একটা বা দুটো নয়, একেবারে চারটি নতুন আই-ফোন মডেল প্রকাশ করতে চলেছে কুপারতিনোর সংস্থাটি। সেই সঙ্গে আরও ৫টি প্রোডাক্ট লঞ্চ করতে চলেছে অ্যাপেল। জেনে নিন কী সেই প্রডাক্টগুলি...
advertisement
2/6
আজ অ্যাপেল লঞ্চ করতে চলেছে অপারেটিং সিস্টেম macOS-এর লেটেস্ট ভার্সন macOS Big। Sur আর iPad Air- এই দুটি প্রোডাক্টও লঞ্চ করতে পারে কোম্পানি, কিন্তু এই দুটি প্রোডাক্ট সম্পর্কে এখনও কোনও তথ্য জানানো হয় নি। মনে করা হচ্ছে যে আজকের রাতের ইভেন্টে কোম্পানি এই দুটি প্রোডাক্টের লঞ্চ ডেট ঘোষণা করতে পারে কোম্পানি।
advertisement
3/6
এছাড়াও কোম্পানি আজ ট্রু ওয়ারলেস অডিও ক্যাটেগরিতে AirPods Studio হেডফোনের ঘোষণা করতে পারে। যদিও, এই অডিও ক্যাটেগরিতে Bose আর Sony-র মতো বড় সাউন্ড কোম্পানিরা বাজার দখল করে রেখেছে, তাও অ্যাপেলের নতুন এই AirPods Studio হেডফোন বিশেষত্বের কারণে এখানেও প্রতিযোগিতা করতে পারবে। AirPods Studio হেডফোনের ফাঁস হওয়া ছবি অনুযায়ী, হেডফোনটিতে স্পোর্টি লুক রয়েছে।
advertisement
4/6
২০১৮ সালে কোম্পানি Homepod স্পিকার লঞ্চ করেছিল। এবার ফের একবার কোম্পানি তাঁদের হোমপড স্পিরকারের লেটেস্ট ভার্সন Homepod Mini লঞ্চ করতে পারে। বলা হচ্ছে যে কোম্পানি নতুন স্পিকারটিকে নতুন ডিজাইন আর স্পেশাল ফিচার্স দিয়েছে।
advertisement
5/6
iPhone 12 সিরিজের ফোনের আনুষ্ঠানিক উদ্বোধনের ইভেন্টে কোম্পানি AirTags ট্র্যাকিং ডিভাইসও লঞ্চ করতে পারে। নতুন এয়ারট্যাগ ব্লুটুথের সুবধা থাকতে পারে যাতে আপনি নিজের আইফোনের সঙ্গে সেটিকে কানেক্ট করে রাখতে পারেন। কপানি নতুন এই ট্র্যাকিং ডিভাইসটিকে আলট্রা-ওয়াইডব্যান্ড প্রযুক্তির সঙ্গে বাজারে লঞ্চ করতে পারে। উল্লেখযোগ্য, iPhone 11 আর iPhone 12 ফোনের সঙ্গে কানেক্ট করা যাবে এই ডিভাইসটি।
advertisement
6/6
এই লঞ্চ ইভেন্টে কোম্পানি তাঁদের অ্যাপেল টিভি লেটেস্ট মডেলও লঞ্চ করতে পারে। ২০১৭ থেকে এখনও পর্যন্ত কোম্পানি কোনও নতুন টিভি মডেল লঞ্চ করে নি। যদিও অ্যাপেল টিভির 4K মডেলটি ক্রমাগত ভাল প্রতিক্রিয়া পাচ্ছে। কোম্পানির এই টিভি মডেলটিতে A10X ফিউশন প্রসেসরে চলে। কোম্পানির নতুন টিভি মডেলগুলি A14 বায়োনিক চিপের সঙ্গে আসতে পারে। যা A10X ফিউশন প্রসেসরের চেয়েও অনেক ভাল।