TRENDING:

Old Smartphone: ফেলে দেবেন না পুরনো স্মার্টফোন! এই ৬ কাজে লাগান, হাজার হাজার টাকা বাঁচবে

Last Updated:
অনেকেই জানেন না, পুরনো ফোনও অনেক কাজে লাগানো যায়। এতে হাজার হাজার টাকাও বাঁচবে। কীভাবে? রইল তারই হদিশ।
advertisement
1/10
ফেলে দেবেন না পুরনো স্মার্টফোন! এই ৬ কাজে লাগান, হাজার হাজার টাকা বাঁচবে
সেল চলছে। কম দামে নতুন ফোন। ব্যস, কেনা হল। কিন্তু পুরনোটার কী হবে? অনেকেই বছরের পর বছর ধরে পুরনো ফোনই ব্যবহার করেন। অনেকে আবার ঘনঘন ফোন পাল্টান। কিন্তু প্রশ্ন হল, নতুন ফোন কেনার পর পুরনোটার কী হবে? বেশিরভাগ সময়ই পড়ে থেকে থেকে নষ্ট নয়। কিন্তু অনেকেই জানেন না, পুরনো ফোনও অনেক কাজে লাগানো যায়। এতে হাজার হাজার টাকাও বাঁচবে। কীভাবে? রইল তারই হদিশ।
advertisement
2/10
বেশিরভাগ সময়ই পড়ে থেকে থেকে নষ্ট নয়। কিন্তু অনেকেই জানেন না, পুরনো ফোনও অনেক কাজে লাগানো যায়। এতে হাজার হাজার টাকাও বাঁচবে। কীভাবে? রইল তারই হদিশ।
advertisement
3/10
সিকিউরিটি ক্যামেরা: পুরনো ফোনকে সিসিটিভি হিসেবে কাজে লাগাতে পারলে হাজার হাজার টাকা বেঁচে যাবে। হ্যাঁ, আলমারিতে পড়ে থাকা পুরনো ফোনকেই নজরদারি ক্যামেরায় রূপান্তরিত করা যায়। এর জন্য ফোনে Alfred Home Security Camera, Wyze বা Athome Camera ডাউনলোড করতে হবে।
advertisement
4/10
সিসিটিভি বানানোর পদ্ধতি: প্রথমে পুরনো এবং নতুন, দুটি ফোনেই আলফ্রেড অ্যাপ ইনস্টল করতে হবে। মাথায় রাখতে হবে, দুটো ফোনেই যেন একই গুগল অ্যাকাউন্ট দিয়ে আলফ্রেড অ্যাপে সাইন আপ করা হয়। এবার পুরনো স্মার্টফোনে ক্যামেরা মোড এবং নতুন স্মার্টফোনকে ভিউ মোডে রাখতে হবে। ব্যস সিসিটিভি তৈরি। পুরনো স্মার্টফোন ঘরের কোনও উঁচু জায়গায় রাখলেই সব কিছু নতুন স্মার্টফোনে দেখা যাবে।
advertisement
5/10
এবার পুরনো স্মার্টফোনে ক্যামেরা মোড এবং নতুন স্মার্টফোনকে ভিউ মোডে রাখতে হবে। ব্যস সিসিটিভি তৈরি। পুরনো স্মার্টফোন ঘরের কোনও উঁচু জায়গায় রাখলেই সব কিছু নতুন স্মার্টফোনে দেখা যাবে।
advertisement
6/10
রিমোট: পুরনো স্মার্টফোনকে রিমোট কন্ট্রোল হিসেবেও ব্যবহার করা যায়। এর জন্য ইউনিফাইড রিমোট, ইউনিভার্সাল টিভি রিমোট বা গ্যালাক্সি ইউনিভার্সাল রিমোটের মতো অ্যাপ ডাউনলোড করতে হবে। এই অ্যাপগুলি বিল্ট-ইন ইনফ্রারেড সেন্সরের মাধ্যমে ফোনকে রিমোট কন্ট্রোলে বদলে দেবে।
advertisement
7/10
জিপিএস ট্র্যাকার: পুরনো স্মার্টফোনকে গাড়িতে নেভিগেটর হিসেবে ব্যবহার করা যায়। আজকাল অনেক অ্যাপ রয়েছে। পুরনো ফোনে ডাউনলোড করে নিলেই সেটা জিপিএস ট্র্যাকারের কাজ করবে।
advertisement
8/10
গেম: ফোনে গেম খেললে ব্যাটারি তাড়াতাড়ি শেষ হয়ে যায়। অন্য কাজ আর করা যায় না। কারও যদি গেম খেলার নেশা থাকে তিনি পুরনো ফোনকে শুধুমাত্র গেমিংয়ের জন্য ব্যবহার করতে পারেন।
advertisement
9/10
ই-রিডার: অনেকেরই বই পড়ার শখ। ঘণ্টার পর ঘণ্টা পিডিএফের পাতায় বুঁদ হয়ে থাকেন। তাঁরা পুরনো ফোনটিকে ই-রিডার হিসেবে ব্যবহার করতে পারেন।
advertisement
10/10
অ্যালার্ম ক্লক: পুরনো ফোনকে অ্যালার্ম ক্লক হিসেবে ব্যবহার করা যেতে পারে। এর জন্য শুধু অ্যালার্ম ক্লক এক্সট্রিম, স্লিপ অ্যাজ অ্যান্ড্রয়েড এবং ভয়েস স্নুজ অ্যালার্মের মতো অ্যাপ ডাউনলোড করতে হবে। এতে ভয়েস কম্যান্ডের মাধ্যমে অ্যালার্ম স্নুজ মোডে রাখা যায়।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Old Smartphone: ফেলে দেবেন না পুরনো স্মার্টফোন! এই ৬ কাজে লাগান, হাজার হাজার টাকা বাঁচবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল