TRENDING:

AC Buying Tips: টাকা বাঁচাতে পুরনো AC কিনছেন? উল্টে আকাশছোঁয়া হতে পারে বিদ্যু‍তের বিল! সর্বনাশ হওয়ার আগে এখনই জানুন জরুরি টিপস

Last Updated:
AC Buying Tips: বিভিন্ন জায়গায় পুরোনো এসি মেরামত করে বিক্রয় করা হচ্ছে। সেসব এসির দামও প্রায় অর্ধেক। অনেক সময় পুরনো এসি কিনলে লাভের চেয়ে ক্ষতিই বেশি হতে পারে। সেজন্য পুরনো এসি কেনার আগে বেশ কিছু বিষয় দেখে নেওয়া উচিত।
advertisement
1/6
টাকা বাঁচাতে পুরনো AC কিনছেন? ভয়াবহ বিদ্যু‍তের বিল! সর্বনাশের আগেই রইল জরুরি কথা
গরমে দহন জ্বালায় অতিষ্ঠ জনজীবন। এই দাবদাহে একটু শীতলতার ছোঁয়া পেতে এসির কিনছেন অনেকেই। কিন্তু সকলেরই তো আর নতুন এসি কেনার সামর্থ্য থাকেনা
advertisement
2/6
বিভিন্ন জায়গায় পুরোনো এসি মেরামত করে বিক্রয় করা হচ্ছে। সেসব এসির দামও প্রায় অর্ধেক। অনেক সময় পুরনো এসি কিনলে লাভের চেয়ে ক্ষতিই বেশি হতে পারে। সেজন্য পুরনো এসি কেনার আগে বেশ কিছু বিষয় দেখে নেওয়া উচিত।
advertisement
3/6
পুরোনো এসি কেনার আগে দেখে নিন এসি ভালো ব্র্যান্ডের কিনা। ভাল ব্র্যান্ডের এসির সুনামের পাশাপাশি রিভিউও দেখে নিন।
advertisement
4/6
পুরানো এসির কাগজপত্রগুলো চেক করে নিন। সেটি উনিই প্রথম ব্যবহার করেছেন ও কতদিন ব্যবহার করেছেন তা জানুন। মেরামত করার প্রয়োজন হলে কোনো ধরনের সুবিধা পাবেন কিনা দেখুন।
advertisement
5/6
পুরানো এসি কেনার আগে এসির ফিল্টার স্ট্যাটাস দেখে নিন। ফিল্টার স্ট্যাটাসের সঙ্গে এসির কার্যকারিতা ঘনিষ্ঠভাবে জড়িত। খুব বেশি পুরোনো ফিল্টারের এসি কেনা ঠিক নয়।
advertisement
6/6
এসির বিদ্যুৎ খরচ কেমন হবে, ইনভার্টারসহ কিনা সেসব বিষয় যাচাই করে নিন। ইনভার্টারসহ এসি কেনার চেষ্টা করুন।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
AC Buying Tips: টাকা বাঁচাতে পুরনো AC কিনছেন? উল্টে আকাশছোঁয়া হতে পারে বিদ্যু‍তের বিল! সর্বনাশ হওয়ার আগে এখনই জানুন জরুরি টিপস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল