TRENDING:

Ola- Uber New Policy: নিত্যযাত্রীদের মাথায় হাত...! এবার যেমন খুশি ভাড়া হাঁকাতে পারবে Ola- Uber! ক্যানসেল করলেও পকেট ফাঁকা হবে আপনারই! নয়া নিয়ম জারি কেন্দ্রের

Last Updated:
Ola-Uber New Policy: পিক আওয়ার বা চরম ব্যস্ততার মুহূর্তে Ola এবং Uber-এর মতো ক্যাব এগ্রিগেটরদের মূল ভাড়া বা বেস ফেয়ারের দ্বিগুণ পর্যন্ত চার্জ করার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। নন-রাশ আওয়ারেও কমপক্ষে ৫০ শতাংশ চার্জ করা যেতে পারে। এমনটাই অনুমতি দিয়েছে কেন্দ্র।
advertisement
1/5
এবার যেমন খুশি ভাড়া হাঁকাতে পারবে Ola- Uber! ক্যানসেল করলেও পকেট ফাঁকা হবে আপনারই!
পিক আওয়ার বা চরম ব্যস্ততার মুহূর্তে Ola এবং Uber-এর মতো ক্যাব এগ্রিগেটরদের মূল ভাড়া বা বেস ফেয়ারের দ্বিগুণ পর্যন্ত চার্জ করার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। যা আগে ছিল দেড় গুণ। শুধু তা-ই নয়, নন-রাশ আওয়ারেও কমপক্ষে ৫০ শতাংশ চার্জ করা যেতে পারে। এমনটাই অনুমতি দিয়েছে কেন্দ্র।
advertisement
2/5
Motor Vehicle Aggregator Guidelines (MVAG) 2025-এর নতুন নির্দেশিকায় সড়ক পরিবহণ এবং হাইওয়ে মন্ত্রকের তরফে মঙ্গলবার বলা হয়েছে যে, নির্দিষ্ট কারণ ছাড়া কোনও রাইড বাতিল করা হলে চালকের উপর ১০০ টাকার বেশি ভাড়ার ১০ শতাংশ আরোপ করা হবে। আর একই ধরনের পরিস্থিতিতে অর্থাৎ এই ধরনের ক্যান্সেলেশনের ক্ষেত্রে একই পেনাল্টি বা জরিমানা চাপানো হবে যাত্রীদের উপরেও।
advertisement
3/5
জারি করার দিন থেকে তিন মাসের মধ্যেই সংশোধিত নির্দেশিকা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে রাজ্যগুলিকে। ভাড়ার উপর রাশ টানার প্রসঙ্গে মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে, রাজ্য সরকারের সংশ্লিষ্ট বিভাগ বা শ্রেণীর মোটর ভেহিকেলের ভাড়া হবে এগ্রিগেটরের কাছ থেকে পরিষেবা গ্রহণকারী যাত্রীদের জন্য প্রযোজ্য মূল ভাড়া বা বেস ফেয়ার।
advertisement
4/5
তাতে আরও বলা হয়েছে যে, যাত্রী ছাড়া ভ্রমণ করা দূরত্ব, ভ্রমণ করা দূরত্ব এবং যাত্রীদের পিক-আপ করার জন্য ব্যবহৃত জ্বালানি-সহ ডেড মাইলেজের ক্ষতিপূরণ হিসাবে মূল ভাড়া বা বেস ফেয়ার কমপক্ষে তিন কিলোমিটারের জন্য প্রযোজ্য হবে। সরকারের তরফে আরও বলা হয়েছে যে, উপরে সাব-ক্লজ (১৭.১)-এর অধীনে উল্লিখিত মূল ভাড়া বা বেস ফেয়ারের দ্বিগুণ সর্বোচ্চ গতিশীল মূল্য নির্ধারণ এবং মূল ভাড়া বা বেস ফেয়ারের তুলনায় কমপক্ষে ৫০ শতাংশ কম চার্জ করার অনুমতি দেওয়া হবে এগ্রিগেটরকে।
advertisement
5/5
কোনও যাত্রীর কাছ থেকে ডেড মাইলেজের জন্য চার্জ নেওয়া হবে না। তবে সেক্ষেত্রে অবশ্য রাইডটির দূরত্ব তিন কিলোমিটারের কম হতে হবে। এমনটাই বলা হয়েছে সংশ্লিষ্ট নির্দেশিকায়। এর পাশাপাশি তাতে এ-ও বলা হয়েছে যে, যেখান থেকে যাত্রা বা রাইড শুরু হচ্ছে, সেখান থেকে যেখানে রাইড শেষ হচ্ছে বা যাত্রীকে যেখানে নামানো হচ্ছে, সেখান পর্যন্তই ভাড়া নেওয়া হবে। সেই সঙ্গে সরকারের তরফে এ-ও বলা হয়েছে যে, যাত্রীদের জন্য বিমা বা ইনস্যুরেন্স হিসেবে কমপক্ষে ৫ লক্ষ টাকা নিশ্চিত রূপে দিতে হবে এগ্রিগেটরদের।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Ola- Uber New Policy: নিত্যযাত্রীদের মাথায় হাত...! এবার যেমন খুশি ভাড়া হাঁকাতে পারবে Ola- Uber! ক্যানসেল করলেও পকেট ফাঁকা হবে আপনারই! নয়া নিয়ম জারি কেন্দ্রের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল