Ola Electric To Be launched 15th August: পেট্রোলের দিন শেষ! ১৫ অগাস্ট বাজারে আসছে ওলার স্কুটার
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
১৫ অগাস্ট বাজার কাঁপাতে আসছে ওলা স্কুটার। অনেকেই ৪৯৯ টাকা দিয়ে বুক করে রেখেছেন।
advertisement
1/5

পেট্রোল চালিত গাড়ি, স্কুটারের কি তবে দিন শেষ! ইলেকট্রিক ভেহিকেল বাজারে আনতে মরিয়া সরকার। এরই মধ্যে লঞ্চ হচ্ছে ওলার স্কুটার। দেখতে অসাধারণ। ফিচার্স কম নয়।
advertisement
2/5
ওলা-র CEO ভাবিশ আগরওয়াল জানিয়ে দিয়েছেন, ১৫ অগাস্ট বাজারে আসছে ওলা স্কুটার। দশটি রঙে পাওয়া যাবে এই স্কুটার। প্রতিটি রঙই অসাধারণ সুন্দর।
advertisement
3/5
৪৯৯ টাকা দিয়ে অনেকেই বুকিং করেছিলেন ওলার স্কুটার। ওলা এই স্কুটার বাড়িতে ডেলিভারি করবে বলে জানিয়েছিল। বুকিং ওপেন হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এক লাখের বেশি স্কুটার বুক হয়েছিল।
advertisement
4/5
১৫ অগাস্ট লঞ্চ হবে ওলা স্কুটার। তার আগে স্পেসিফিকেশন, দাম সম্পর্কে জানাবে সংস্থা।
advertisement
5/5
যতদূর জানা গিয়েছে, ওলা স্কুটার একবার চার্জ দিলে ১৫০ কিমি পথ যাবে। এই স্কুটারের সর্বোচ্চ গতি হতে পারে ১০০ কিমি প্রতি ঘণ্টা।