Ola E-Scooter Test Ride: ওলা-র দিওয়ালি গিফট্! চালিয়ে ভাল লাগলে তবেই কিনবেন এই স্কুটার
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Ola E-Scooter Test Ride: এত টাকা দিয়ে স্কুটার কিনবেন। আগে তো চালিয়ে ভাল লাগতে হবে! এবার দারুন সুবিধা দেবে ওলা।
advertisement
1/5

Ola Electric তাদের দুটি মডেল S1 और S1 Pro ১৫ অগাস্ট এক লাখ টাকার প্রাথমিক মূল্যে লঞ্চ করেছিল। স্কুটার লঞ্ড হওয়ার এক মাস পরে দুদিনের জন্য বুকিং ওপেন করা হয়েছিল। সংস্থার দাবি, দুদিনে ১১০০ কোটি টাকার ব্যবসা হয়েছে। ২৪ ঘণ্টায় ৬০০ কোটি টাকার বুকিং হয়েছিল।
advertisement
2/5
ওলা ইলেকট্রিক জানিয়েছে, স্পেসিফিক ডেলিভারি উইন্ডো-র হিসাবে তারা নির্ধারিত সময়ের মধ্যে গ্রাহকদের বাড়িতে স্কুটার পৌঁছে দেবে। তবে এবার গ্রাহকদের দিওয়ালি গিফট্ দিচ্ছে ওলা। এবার ওলার ই-স্কুটার টেস্ট ড্রাইভ দেওয়া যাবে। অর্থাত্ চালিয়ে ভাল লাগলে তবেই কিনবেন।
advertisement
3/5
১০ নভেম্বর থেকে ওলার S1 মডেলের টেস্ট ড্রাইভ শুরু হবে। আর ওলা জানিয়েছে, টেস্ট ড্রাইভের পরই গ্রাহকদের থেকে বাকি টাকা চাওয়া হবে।
advertisement
4/5
ওলা আগে জানিয়েছিল, ১৮ অক্টোবর থেকে গ্রাহকদের থেকে ফাইনাল পেমেন্ট নেওয়া হবে। ২৫ অক্টোবর থেকে স্কুটার ডেলিভারি করা হবে। ফলে সময়মতো স্কুটার ডেলিভারি না হওয়ায় অনেক গ্রাহক অসন্তুষ্ট হয়েছেন। ওলা অবশ্য জানাচ্ছে, তারা সময়মতো স্কুটার ডেলিভারি দেবে।
advertisement
5/5
ওলার S1 ভ্যারিয়েন্ট-এর এক্স শো রুম প্রাইজ ৯৯,৯৯৯ টাকা। S1 Pro-এর এক্স শো রুম প্রাইজ ১,২৯.৯৯৯ টাকা। দশটি কালার অপশনে পাওয়া যাবে এই স্কুটার। এস ওয়ান একবার চার্জে ১২৫ কিমি ছুটবে। এস ওয়ান প্রো ১৮১ কিমি পর্যন্ত যেতে পারবে একবার চার্জ দিলে। S1 Pro-এর টপ স্পিড ১১৫ কিমি প্রতি ঘণ্টা।