TRENDING:

আর নেওয়া যাবে না অন্যের প্রোফাইল পিকচারের স্ক্রিনশট, নয়া ফিচার আনছে WhatsApp

Last Updated:
এবার সেই তালিকায় নতুন সংযোজন হল, প্রোফাইল পিকচার স্ক্রিনশট ব্লক ফিচার। যার মাধ্যমে অন্যের প্রোফাইল পিকচার নেওয়া যাবে না।
advertisement
1/6
আর নেওয়া যাবে না অন্যের প্রোফাইল পিকচারের স্ক্রিনশট, নয়া ফিচার আনছে WhatsApp
অন্যের প্রোফাইল পিকচার বা ডিসপ্লে পিকচারের স্ক্রিনশট যাতে নেওয়া না যায়, সেটা নিয়েই এবার কাজ করছে WhatsApp। মূলত ব্যবহারকারীদের গোপনীয়তা সুরক্ষিত করার জন্যই ওই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মের এহেন পদক্ষেপ। এর ফলে ব্যবহারকারীর অনুমতি ছাড়া তাঁর ব্যক্তিগত ছবি ডাউনলোড এবং শেয়ার করা যাবে না।
advertisement
2/6
এমনিতে ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখে নতুন নতুন ফিচার আনার জন্য নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা চালায় জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp। এখানেই শেষ নয়, তারা নিত্যনতুন ফিচারও আনছে হামেশাই। এবার সেই তালিকায় নতুন সংযোজন হল, প্রোফাইল পিকচার স্ক্রিনশট ব্লক ফিচার। যার মাধ্যমে অন্যের প্রোফাইল পিকচার নেওয়া যাবে না।
advertisement
3/6
WABetaInfo থেকে জানা গিয়েছে যে, একজন WhatsApp ব্যবহারকারী যদি অন্য এক ব্যবহারকারীর প্রোফাইল পিকচারের স্ক্রিনশট নিতে যান, তাহলে তিনি একটি নোটিফিকেশন পাবে। যেখানে লেখা ভেসে উঠবে ‘Can’t take a screenshot due to app restrictions’।
advertisement
4/6
এটা অনেকটা Snapchat-এর মতো। শুধু তা-ই নয়, Paytm এবং Google Pay-র মতো পেমেন্ট অ্যাপগুলির ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা রয়েছে। যার ফলে নির্দিষ্ট পরিস্থিতিতে ব্যবহারকারীরা ওই অ্যাপের স্ক্রিনশট নিতে পারেন না। অন্য ব্যবহারকারীর প্রোফাইল পিকচারের স্ক্রিনশট যাবে না ঠিকই, কিন্তু অন্য ফোন কিংবা ক্যামেরা ব্যবহার করে প্রোফাইল পিকচারের ছবি তুলে নেওয়া সম্ভব।
advertisement
5/6
আসলে নয়া এই ফিচার আনার সিদ্ধান্তের মাধ্যমে WhatsApp মূলত হয়রানি এবং ইমপার্সোনেশনের ঝুঁকি কমাতে চাইছে। বর্তমানে হাতেগোনা কিছু বিটা টেস্টার এই স্ক্রিনশট ব্লক ফিচার পাচ্ছেন। মনে করা হচ্ছে যে, আগামী দিনে এই ফিচার সমস্ত ব্যবহারকারীই উপভোগ করতে পারবেন।
advertisement
6/6
এর আগে ২০১৯ সালে ব্যবহারকারীদের সুরক্ষার জন্য প্রোফাইল পিকচার ডাউনলোড করার বিকল্প বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল WhatsApp।এর পাশাপাশি মেটা-পরিচালিত এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি একটি ডেডিকেটেড ফ্যাক্ট-চেকিং চ্যাটবট নিয়েও কাজ করছে। যা ডিপফেক এবং এআই জেনারেটেড ভুল তথ্য সংক্রান্ত সমস্যা অনেকটাই কমিয়ে দিতে সাহায্য করবে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
আর নেওয়া যাবে না অন্যের প্রোফাইল পিকচারের স্ক্রিনশট, নয়া ফিচার আনছে WhatsApp
Open in App
হোম
খবর
ফটো
লোকাল