WhatsApp Web-এও এবার চ্যাট লক করার সুবিধা, ইউজারদের বড়সড় স্বস্তি
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
ফোনে চ্যাট লকের সুবিধা থাকলেও তা WhatsApp Web-এ ছিল না। তবে, এবার সেই ফিচার নিয়েও সংস্থা কাজ করছে বলে জানা গিয়েছে।
advertisement
1/8

সত্যি বলতে কী, এই সুবিধা যে WhatsApp-এ ছিল না, এমনটা কিন্তু নয়। আর থাকাটা অত্যন্ত দরকারও বটে। ফোন কারও হাতে পড়লে সে চ্যাটের অ্যাক্সেস পাবে, এটা আণরা কেউই মেনে নিতে পারি না, সে তেমন গোপনীয় কিছু সেখানে থাকুক আর না-ই থাকুক।
advertisement
2/8
WhatsApp বিশ্বের সবচেয়ে বড় এবং জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম, সে যে তার ইউজারদের এটুকু স্বস্তি দেবে, এ তো প্রত্যাশিত!
advertisement
3/8
তবে, প্রত্যাশার মাত্রা যে পুরোটাও পূর্ণ হয়নি, সে কথাও স্বীকার না করে নিলেই নয়। গণ্ডগোলটা হয়েছে আসলে ফোনের WhatsApp আর ল্যাপটপ বা ডেস্কটপে ব্যবহারের WhatsApp Web-এর সীমারেখা নিয়ে।
advertisement
4/8
ফোনে চ্যাট লকের সুবিধা থাকলেও তা WhatsApp Web-এ ছিল না। তবে, এবার সেই ফিচার নিয়েও সংস্থা কাজ করছে বলে জানা গিয়েছে। অর্থাৎ, WhatsApp Web ইউজারদের ক্ষোভ আর থাকবে না।
advertisement
5/8
WhatsApp Web আমরা অনেকেই ব্যবহার করি, বিশেষ করে অফিসের কাজে। যাঁরা অফিসে বসে কাজ করেন, তাঁদের হাতে চ্যাট লক করার ক্ষমতা থাকা অত্যত্ত প্রয়োজনীয়। যাই হোক, ট্র্যাকার গোষ্ঠী WaBetaInfo জানিয়েছে যে WhatsApp Web-এ এবার চ্যাট লক ফিচার যুক্ত হতে চলেছে।
advertisement
6/8
এই ফিচার নিয়ে কাজ চলছে, এটি এখনও সম্পূর্ণরূপেই রয়েছে ডেভেলপমেন্টের পর্যায়ে। ফলে, কবে নাগাদ WhatsApp Web ইউজাররা এটি অ্যাক্সেস করতে পারবেন, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।
advertisement
7/8
প্রসঙ্গত, WABetaInfo-এর একটি রিপোর্ট অনুসারে, WhatsApp (Beta) সংস্করণ 2.2403.3.0-এর নতুন আপডেট উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য স্টিকার কনভার্টার টুল নামের নতুন এক ফিচার চালু করেছে। নতুন ফিচার ব্যবহারকারীদের সহজেই ছবিগুলিকে স্টিকারে রূপান্তরিত করতে দেয়।
advertisement
8/8
ফিচারটি কিছু বিটা পরীক্ষকদের জন্য উপলব্ধ যাঁরা মাইক্রোসফ্ট স্টোরে প্রকাশিত Windows আপডেটের জন্য সর্বশেষ WhatsApp ইনস্টল করেছেন। বাকি ব্যবহারকারীর জন্য, আপডেটটি আগামী দিনে Microsoft স্টোরে চালু করা হবে। বলাই বাহুল্য, এই ফিচার সরাসরি Windows অ্যাপের মধ্যে ছবি থেকে স্টিকার তৈরি করে ইউজারের সময় এবং শ্রম বাঁচাতে সাহায্য করবে।