TRENDING:

Resignation দিয়েছেন, নোটিশ পিরিয়ড সার্ভ করা কি বাধ্যতামূক? না করলে কী হবে, জেনে নিন

Last Updated:
Resignation দেওয়ার পর নোটিশ পিরিয়ড সার্ভ করা কি বাধ্যতামূলক?
advertisement
1/5
Resignation দিয়েছেন, নোটিশ পিরিয়ড সার্ভ করা কি বাধ্যতামূক? না করলে কী হয়, জানুন
বেসরকারি চাকরিতে অনেকেই একই সংস্থায় দীর্ঘদিন থাকেন না। চাকরি বদলেই মোটা মাইনে বাড়ে। আর তাই অনেকেই একটি সংস্থা ছেড়ে অন্য কোম্পানিতে চলে যান।
advertisement
2/5
বেসরকারি ক্ষেত্রে খুব কম মানুষই একই সংস্থায় চাকরি করে গোটা জীবন কাটিয়ে দেন! অনেকেই কয়েক বছর এক সংস্থায় কাজ করে চাকরি বদল করে নেন।
advertisement
3/5
ইস্তফা দেওয়ার পর বেশিরভাগ সংস্থায় কর্মীকে নোটিশ পিরিয়ড সার্ভ করতে হয়। কোনও সংস্থায় ১৫ দিন, কোথাও এক মাস হয় এই নোটিশ পিরিয়ড।
advertisement
4/5
অনেকেরই প্রশ্ন, নোটিশ পিরিয়ড সার্ভ করা কি বাধ্যতামূলক? কোনও সংস্থা আপনাকে নোটিশ পিরিয়ড সার্ভ করতে বাধ্য করতে পারে না। তবে এক্ষেত্রে আপনাকে কয়েকটি নিয়ম মানতে হবে। তা হলে আপনি অনেক ক্ষেত্রে নোটিশ পিরিয়ড সার্ভ না করেও অনেয সংস্থায় চলে যেতে পারেন।
advertisement
5/5
নোটিশ পিরিয়ড সার্ভ না করে যতদিন আগে আপনি অন্য সংস্থায় যেতে চান, তত দিনের জন্য আপনাকে টাকা দিতে হবে পুরনো সংস্থায়। সাধারণত নির্ধারিত পরিমাণ টাকা আপনার বেসিক স্যালারি থেকে কাটা হবে। ধরুন যদি আপনার নোটিশ পিরিয়ড ৩০ দিনের হয়, কিন্তু আপনি ১৭ দিনের নোটিশ পিরিয়ড সার্ভ করেন, তা হলে বাকি ১৩ দিনের জন্য আপনাকে টাকা দিতে হবে। এটি সাধারণত ফাইনাল সেটেলমেন্ট-এ হয়।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Resignation দিয়েছেন, নোটিশ পিরিয়ড সার্ভ করা কি বাধ্যতামূক? না করলে কী হবে, জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল