TRENDING:

Nothing Phone 3: ডিজাইনে চমক-সহ নতুন প্রসেসর, সামনের মাসেই বাজারে আসছে Nothing Phone 3! দাম ও ফিচার আগেভাগে ফাঁস

Last Updated:
Nothing Phone 3: লঞ্চ ইভেন্টের মাত্র কয়েক সপ্তাহ আগেই অনলাইনে Nothing Phone 3-র দাম সংক্রান্ত তথ্য নতুন করে প্রকাশ্যে এসেছে।
advertisement
1/5
ডিজাইনে চমক-সহ নতুন প্রসেসর, জুলাইয়ে বাজারে আসছে Nothing Phone 3! দাম ও ফিচার আগেভাগে ফাঁস
নিজেদের প্রথম আসল ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে আনতে চলেছে Nothing। আর সেই স্মার্টফোনটি হল Nothing Phone 3। চলতি বছর জুলাই মাসেই তা লঞ্চ হবে। যদিও লঞ্চের দিনক্ষণ সংস্থার তরফ থেকে নিশ্চিত করা হয়নি। তবে ফোনের ডিজাইন, ফিচার এবং স্পেসিফিকেশন ফাঁস করা হয়েছে। আর লঞ্চ ইভেন্টের মাত্র কয়েক সপ্তাহ আগেই অনলাইনে Nothing Phone 3-র দাম সংক্রান্ত তথ্য নতুন করে প্রকাশ্যে এসেছে। ফলে গ্রাহকরা একটা এই সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। যদিও Nothing-এর প্রতিষ্ঠাতা কার্ল পেই ইতিমধ্যেই নিজেদের পরবর্তী প্রিমিয়াম স্মার্টফোনের সম্ভাব্য দামের কিছু ইঙ্গিত দিয়েছেন
advertisement
2/5
টিপস্টার @MysteryLupin এক্স প্ল্যাটফর্ম (পূর্বে ট্যুইটার)-এ জানিয়েছেন যে, দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হতে পারে Nothing Phone 3। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, এর বেস ভ্যারিয়েন্টটিতে থাকতে পারে 12GB RAM এবং 256GB স্টোরেজ। আর হায়ার-এন্ড মডেলে থাকতে পারে 16GB RAM এবং 512GB ইন্টারনাল স্টোরেজ। এই দুই ভ্যারিয়েন্টের গ্লোবাল প্রাইস নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৭৯৯ ডলার এবং ৮৯৯ ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৬৮০০০ টাকা এবং ৭৭০০০ টাকা। যদিও এটাও মনে রাখা আবশ্যক যে, গ্লোবাল মার্কেট বিশেষ করে ইউরোপ এবং ইউকে-র তুলনায় ভারতের বাজারে দাম একটু কমই হয়।
advertisement
3/5
আগে কার্ল পেই Phone 3-র প্রিমিয়াম প্রাইসিং স্ট্র্যাটেজির ইঙ্গিত দিয়েছিলেন। The Android Show: I/O Edition-এ উপস্থিত হয়ে তিনি জানিয়েছিলেন যে, তাঁদের আসন্ন ডিভাইসটির দাম হতে পারে GBP 800-র আশপাশে। যা ৯০ হাজার টাকার কাছাকাছি। Nothing Phone 2-এর লঞ্চ প্রাইসের থেকে এই দাম কিন্তু উল্লেখযোগ্য ভাবে বেশি। প্রসঙ্গত ভারতে Nothing Phone 2-র দাম শুরু হয়েছিল ৪৪৯৯৯ টাকা থেকে।
advertisement
4/5
তবে ভারতের বাজারে Nothing Phone 3 দাম এতটাও বেশি হওয়ার সম্ভাবনা কম। আচমকা প্রায় ৪৫০০০ টাকা মূল্যবৃদ্ধি হলে কিন্তু ব্র্যান্ডের বিশ্বস্ত ব্যবহারকারীরা সমস্যায় পড়তে পারেন। পরিবর্তে সকলেই আশা করছেন যে, ফোনটির দাম আরও প্রতিযোগিতামূলক হবে, সম্ভবত ৬৫,০০০ টাকার নীচে। এর ফলে Pixel 9a এবং iPhone 16e-র মতো অন্যান্য আপার-মিডরেঞ্জ ডিভাইসকে সরাসরি চ্যালেঞ্জ করবে Phone 3। যেগুলির দাম যথাক্রমে ৪৯৯৯৯ টাকা এবং ৫৯৯০০ টাকা।
advertisement
5/5
যদিও এই ফোনের ফুল স্পেসিফিকেশন এখনও প্রকাশ্যে আনা হয়নি। তবে জল্পনায় ইঙ্গিত মিলেছে যে, Phone 3 চালিত হবে Qualcomm’s Snapdragon 8 Elite চিপসেট দ্বারা। মেটেরিয়াল, সফ্টওয়্যার এবং সর্বোপরি ব্যবহারকারীর অভিজ্ঞতার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন প্রতিষ্ঠাতা কার্ল পেই।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Nothing Phone 3: ডিজাইনে চমক-সহ নতুন প্রসেসর, সামনের মাসেই বাজারে আসছে Nothing Phone 3! দাম ও ফিচার আগেভাগে ফাঁস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল