লিটারের পর লিটার পেট্রোল ভরছেন! বাইক মাইলেজ দিচ্ছে না! 'এমন' সমস্য়া নয় তো?
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Bike mileage increase tips- নিয়মিত বাইক চালালে তার মাইলেজ নিয়ে চিন্তিত থাকেন অনেকেই। বিশেষে করে দ্রব্যমূল্যে বৃদ্ধির বাজারে বেশ কিছু বিষয়ে নজর দিলেই ফল পাবেন হাতেনাতে। বাইক থেকে সেরা মাইলেজ বের করে আনতে পারবেন।
advertisement
1/6

বেশ কিছু উপায় মেনে চললে বাইক চালক নিজেই তার বাইক মাইলেজ বাড়ানো কিছুটা উপায় নিজেই বার করতে পারবে। আবার বেশকিছু ভুল বাইক চালানোর ক্ষত্রে কমিয়ে দেয় মাইলেজ! এজন্য সহজ কিছু টিপস মেনে চলা দরকার।
advertisement
2/6
নিয়মিত বাইক চালালে তার মাইলেজ নিয়ে চিন্তিত থাকেন অনেকেই। বিশেষে করে দ্রব্যমূল্যে বৃদ্ধির বাজারে বেশ কিছু বিষয়ে নজর দিলেই ফল পাবেন হাতেনাতে। বাইক থেকে সেরা মাইলেজ বের করে আনতে পারবেন।
advertisement
3/6
ইঞ্জিন অয়েল নিয়ে আমরা অনেক সময় গড়িমসি করি। মাইলেজ বাড়াতে সঠিক সময়ে বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে। একইভাবে পরিষ্কার রাখতে হবে এয়ার ফিল্টার।
advertisement
4/6
বাইক মেকানিক দীপঙ্কর মডল জানান বাইকের মাইলেজের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সেক্ষত্রে পাম্পের তেলের গুণগতমান অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেট্রলে যদি ভেজাল থাকে তা হলে ইঞ্জিনের ক্ষতি হতে পারে। ইঞ্জিনের কার্যক্ষমতা কমে যাওয়ায় মাইলেজ কমে যাবে হু হু করে।
advertisement
5/6
বাইকের টায়ার প্রেসার ঠিকঠাক রাখুন। ২ সপ্তাহ পর পর টায়ারে এয়ার প্রেসার চেক করুন। টায়ারে এয়ার প্রেসার কম থাকলে মাইলেজে কমে যায়।
advertisement
6/6
মাইলেজ বেশি পাওয়ার জন্য সময়মতো বাইক সার্ভিসিং করা প্রয়োজন। অনেকেই ছোটোখাটো কোনও সমস্যা হলে খুব একটা গুরুত্ব দেন না। এর ফলে কমে যায় মাইলেজ।