TRENDING:

Coronavirus Lockdown: ঘরে বসে কেনাকাটার শেষ রাস্তাও বন্ধ, অ্যামাজনের অর্ডার ক্য়ান্সেল, ঝাঁপ ফেলল বিগ বাস্কেট-সহ বাকিরাও

Last Updated:
শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্যের অর্ডার নিচ্ছে Amazon।
advertisement
1/6
ঘরে বসে কেনাকাটার দিন শেষ, ঝাঁপ ফেলল ফ্লিপকার্ট, বিগবাস্কেট-সহ বাকিরাও
মঙ্গলবার ফের দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ করোনা ভাইরাসের মোকাবিলার জন্য মঙ্গলবার রাত ১২ টা থেকে ২১দিনের জন্য ন্যাশনাল লকডাউনের ঘোষণা করলেন মোদি ৷ এই ঘোষণার পরেই জনপ্রিয় ই-কমার্স কোম্পানি ফ্লিপকার্ট সাময়িকভাবে তাঁদের পরিষেবা বন্ধ করার কথা ঘোষণা করেছিল। এবার সেই পথে হাঁটল বিগ বাস্কেট, গ্রোফার্স, মিন্ত্রা-সহ অনান্য অনলাইন শপিং কোম্পানিগু
advertisement
2/6
বুধবার সকালেই ফ্লিপকার্ট নিজের ওয়েবসাইট আর অ্যাপে জানিয়ে দেয় যে সাময়িকভাবে তাঁরা পরিষেবা বন্ধ করেছে। অর্ডার নেওয়া ও ডেলিভারি বন্ধ থাকলেও Flipkart থেকে ফোন রিচার্জ, জলের বিল, বিদ্যুৎ বিল, ব্রডব্যান্ড বিল পেমেন্ট করা যাবে। এছাড়াও চালু থাকবে কোম্পানির ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম।
advertisement
3/6
অন্য দিকে অ্যামাজন জানিয়েছে যে শুধুমাত্র অত্যাবশ্যকীয় জিনিসের অর্ডার নেওয়া হবে। অন্য সব অর্ডার নেওয়া বাতিল করে দিচ্চে অ্যামাজন। আপনি যদি কোনও অত্যাবশ্যকীয় জিনিস অর্ডারও করেন সেটা আপানার কাছে এসে পৌঁছবে কীনা সেটা বড় প্রশ্ন।
advertisement
4/6
বিগ বাস্কেট আর গ্রোফার্স-মতো ওয়েবসাইটও নিজেদের পরিষেবা বন্ধ করে দিল। গ্রোফার্সের ওয়েবসাইট গেলে আপনি ‘Notify Me’ অপশন দেখতে পাবেন। এর ফলে পরিষেবা শুরু করলে গ্রহাকদের কাছে নিজের থেকে পরিষেবা চালুর নোটিফিকেশন পেয়ে যাবে।
advertisement
5/6
বিগ বাস্কেট জানিয়েছে যে চাহিদা বেড়ে যাওয়ার কারনে তাঁরা নতুন করে কোনও অর্ডার নেবে না, যে গ্রাহকরা আগের থেকে অর্ডার দিইয়ে রেখেছে শুধুমাত্র সেইগুলি পুরন করবে। ফুড ডেলিভারি ওয়েবসাইট Licious-ও জানিয়েছে যে চাহিদা বেড়ে যাওয়ায় তাঁরা আর অর্ডার নিতে পারছে না।
advertisement
6/6
অনলাইন ডেলিভারি সার্ভিস Milkbasket-ও গুরুগ্রাম, নয়েডা আর গাজিয়াবাদের গ্রাহকদের জানিয়েছে দিয়েছে যে আগামী কিছু দিন তাঁরা ডেলিভারি করতে পাড়বে না।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Coronavirus Lockdown: ঘরে বসে কেনাকাটার শেষ রাস্তাও বন্ধ, অ্যামাজনের অর্ডার ক্য়ান্সেল, ঝাঁপ ফেলল বিগ বাস্কেট-সহ বাকিরাও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল