TRENDING:

১৫ হাজারে ৫ স্মার্টফোন ! বেছে নিন

Last Updated:
লি ইকো লি ২: বাজারে একদম নতুন আমদানি লি ইকো লি ২ অ্যানড্রয়েড ফোন ৷ ৩ জিবি র‍্যামের এই ফোন বাজারে এসেই শোরগেল ফেলে দিয়েছে ৷
advertisement
1/5
১৫ হাজারে ৫ স্মার্টফোন ! বেছে নিন
লি ইকো লি ২: বাজারে একদম নতুন আমদানি লি ইকো লি ২ অ্যানড্রয়েড ফোন ৷ ৩ জিবি র‍্যামের এই ফোন বাজারে এসেই শোরগেল ফেলে দিয়েছে ৷ এই ফোনে রয়েছে ৩.৫ মিমি হেডফোন জ্যাকের বদলে রয়েছে ইউএসবি টাইপ সি অডিও কানেক্টর ৷ ফোনে রয়েছে এইচডি প্রযুক্তির ৫.৫ ইঞ্চির স্ক্রিন ৷ রয়েছে ৩২ জিবি ফোন মেমোরি ৷ লি ইকো লি ২তে রয়েছে ১৬ মেগাপিক্সল ক্যামেরা এবং ৮ মেগাপিক্সল ফ্রন্ট ক্যামেরা ৷ দাম ১১ হাজার ৯৯৯ টাকা ৷
advertisement
2/5
জিয়োমি রেজমি নোট ৩ : খবরে রয়েছে, জিয়োমি রেডমি নোট ৩ বাজারে আসা মাত্রই নাকি এক মিনিটের মধ্যে প্রচুর বিক্রি হয়ে গিয়েছে ৷ তাতে কি? জিয়োমির ঝুলিতে এই ফোন এখন ভরপুর ৷ এই ফোনে ৩ জিবি ও ৩২ জিবি মেমোরিই নজর কেড়েছে ৷ রয়েছে ১৬ মেগাপিক্সল ক্যামেরা ও ৫ মেগাপিক্সল ফ্রন্ট ক্যামেরা ৷ রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ৷ দাম ১১ হাজার ৯৯৯ টাকা ৷
advertisement
3/5
মেইজু এম ৩ নোট : দাম ৯ হাজার ৯৯৯ টাকা ৷ মেইজু এম ৩ নোটটি আইফোনের আদলে তৈরি ৷ এতে রয়েছে ৩ জিবি র‍্যাম ৷ ৩২ জিবি ইন্টারনাল মেমোরি ৷ যা ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব ৷ মাইক্রো এসডি কার্ড ও ডবল সিমিরে সুবিধাও রয়েছে ৷ এই ফোনে সামনে ও পিছনের ক্যামেরায় রয়েছে ১৩ মেগাপিক্সল ক্যামেরা ৷
advertisement
4/5
মোটো জি ৪ প্লাস : জি৪ ছিল আগেই ৷ তবে এবার বাজারে আসছে মোটোরোলার জি৪ প্লাস ৷ মোটোরোলার পক্ষ থেকে জানানো হয়েছে, মোটোরোলার এই জি৪ প্লাস একেবারেই আপডেটেড ৷ আর নিজের যমজ ভাই অর্থাৎ জি৪ থেকে এগিয়ে অনেক গুণ এগিয়ে ৷ মোটোরোলার এই ফোনের লক্ষই হল, মাঝারি দামের অন্যান্য কোম্পানির ফোনকে টেক্কা দেওয়া ৷ তাই রীতিমতো বাজার ঘুরেই, বাজারে এসে পড়ল জি৪ প্লাস ! তা কী কী রয়েছে এই জি৪ প্লাসে? জি৪ প্লাসে রয়েছে ১৬ মেগা পিক্সল ক্যামেরা ৷ শুধু তাই নয়, রয়েছে ভয়েস ওভার এলটিই সুবিধাও ৷ রয়েছে ফিঙ্গরপ্রিন্ট সেন্সর ৷ ব্যাটারি স্থায়িত্বও অনেক বেশি এই নতুন ফোনে৷ সব মিলিয়ে একেবারে নতুন রকম রূপে বাজারে এসে পড়ল মোটোরোলা জি৪ প্লাস !
advertisement
5/5
লেনোভো zuk z1 : লেনোভোর স্মার্টফোনটি অ্যানড্রয়েড ৫.১.১ ললিপপ ভার্সান ৷ ক্যামেরা রয়েছে ১৩ মেগাপিক্সল ৷ ৬৪ জিবি ইন্টারনাল মেমোরি ৷ যা বাড়ানো যায় না ৷
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
১৫ হাজারে ৫ স্মার্টফোন ! বেছে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল