TRENDING:

অক্টোবরের শুরু থেকেই বিপত্তি! আর কাজ করবে না পেমেন্ট OTP এবং Login? জানুন বিস্তারিত

Last Updated:
New OTP Rule: ১ অক্টোবর, ২০২৪ তারিখ থেকে লক্ষ লক্ষ ভারতীয় মোবাইল ব্যবহারকারী হয়তো লক্ষ্য করবেন যে, তাঁদের ব্যাঙ্ক ওটিপি অথবা ডেলিভারি ওটিপি ফেল করছে।
advertisement
1/7
অক্টোবরের শুরু থেকেই বিপত্তি! আর কাজ করবে না পেমেন্ট OTP এবং Login?
চলতি বছরেই ওটিপি সংক্রান্ত বিষয়ে পরিবর্তনের নির্দেশ দিয়েছিল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই)। সেপ্টেম্বর থেকেই এই বদল কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু বিজনেস মেসেজ হোয়াইটলিস্ট করতে সেই সময়সীমা বাড়ানো হয়েছিল। এর ফলে ১ অক্টোবর, ২০২৪ তারিখ থেকে লক্ষ লক্ষ ভারতীয় মোবাইল ব্যবহারকারী হয়তো লক্ষ্য করবেন যে, তাঁদের ব্যাঙ্ক ওটিপি অথবা ডেলিভারি ওটিপি ফেল করছে।
advertisement
2/7
তবে এই বদলের প্রভাবে কী হতে পারে, সেটা আর আলাদা করে বলে দিতে হয় না। কারণ ওটিপি ছাড়া পেমেন্ট অথবা অনলাইন ডেলিভারি পিক-আপ করতে সমস্যা হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই কারণে কি কঠিন সময় আসতে চলেছে।
advertisement
3/7
আসলে হোয়াইটলিস্টেড নয়, এমন যে কোনও ওয়েবসাইট URL, ওটিটি লিঙ্ক এবং এসএমএস-এর APK ব্লক করার জন্য টেলিকম সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছিল টেলিকম কর্তৃপক্ষ। নতুন এই নিয়ম কার্যকর হয়েছে ১ অক্টোবর থেকে। মূলত ভারতীয় মোবাইল ব্যবহারকারীদের সুরক্ষার জন্যই এই পদক্ষেপ।
advertisement
4/7
অগাস্ট মাসে এই পরিবর্তনের বিষয়টা প্রথম তুলে ধরা হয়েছিল ইকোনমিক টাইমসের প্রতিবেদনে। যেখানে বলা হয়েছে যে, ট্রাই-এর নতুন স্প্যাম রেগুলেশনে টেলিকম সংস্থাগুলিকে সেই সব কোম্পানিগুলিকে রেজিস্টার করাতে হবে, যারা ওটিপি এবং গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। শুধু তা-ই নয়, এই সংস্থাগুলি আবার ইউআরএল এবং অ্যান্ড্রয়েড অ্যাপের এপিকে ফাইলের সঙ্গে আসা এসএমএস ব্লক করে দেয়। কারণ এটি ম্যালওয়্যার থ্রেট হতে পারে।
advertisement
5/7
দেশের বহু মানুষই এই ধরনের এসএমএস-এর ফাঁদে পা দিয়ে ফেলেন। আসলে লিঙ্কে ক্লিক করলেই তাঁদের গুরুত্বপূর্ণ তথ্য হ্যাকারদের হাতে চলে যায়। এবার টেলিকম কোম্পানিগুলিকে একটি নতুন মেসেজ টেমপ্লেট দিতে হবে ওই সংস্থাগুলিকে।
advertisement
6/7
আর এই টেমপ্লেট হবে পড়ার যোগ্য। আর এভাবেই এসএমএস-গুলিকে কড়া পরীক্ষানিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। এর তথ্যের মধ্যে পড়বে ইউআরএল এবং ফোন নম্বর। যা নির্দিষ্ট পরিষেবায় যোগ করা হবে। যদি তা হোয়াইটলিস্টেড না হয়, তাহলে মেসেজগুলি নেটওয়ার্কই ব্লক করে দেবে।
advertisement
7/7
যেহেতু এই পরিবর্তনের সময়সীমা কিছু সময়ের জন্য বাড়ানো হয়েছে। আপাতত মনে করা হচ্ছে, আর সময়সীমা বাড়াবে না ট্রাই। তবে এই পরিবর্তন লাগু করার জন্য স্বল্প মেয়াদে কিছু সমস্যা হতে পারে। কারণ টেলিকম সংস্থাগুলি বড় বিপত্তি এড়ানোর জন্য দ্রুত এই বদল কার্যকর করতে চলেছে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
অক্টোবরের শুরু থেকেই বিপত্তি! আর কাজ করবে না পেমেন্ট OTP এবং Login? জানুন বিস্তারিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল