OnePlus 13T লঞ্চের আগেই ফাঁস হল ডিজাইন! ডিসপ্লে ও রঙে রয়েছে চমক, দাম নাগালের মধ্যে!
- Published by:Pooja Basu
Last Updated:
OnePlus-এর এক শীর্ষস্থানীয় আধিকারিকের কাছ থেকে লেটেস্ট ডিটেলস জানা গিয়েছে। আসন্ন এই স্মার্টফোনের কিছু মূল ফিচারের টিজার দিয়েছেন তিনি। আর এই ফিচারের মধ্যে অন্যতম হল ডিজাইন, ডিসপ্লে, স্পেসিফিকেশন এবং কালার অপশন। এই বিষয়ে বিশদে জেনে নেওয়া যাক।
advertisement
1/8

ক্রমশ এগিয়ে আসছে OnePlus 13T লঞ্চের দিনক্ষণ। যদিও আনুষ্ঠানিক ভাবে এই ফোন কবে বাজারে আসবে, সেই দিনক্ষণ প্রকাশ করেনি সংস্থা। তবে ইতিমধ্যেই এই সংক্রান্ত বিষয়ে একাধিক ইঙ্গিত প্রকাশ করা হয়েছে। OnePlus-এর এক শীর্ষস্থানীয় আধিকারিকের কাছ থেকে লেটেস্ট ডিটেলস জানা গিয়েছে।
advertisement
2/8
আসন্ন এই স্মার্টফোনের কিছু মূল ফিচারের টিজার দিয়েছেন তিনি। আর এই ফিচারের মধ্যে অন্যতম হল ডিজাইন, ডিসপ্লে, স্পেসিফিকেশন এবং কালার অপশন। এই বিষয়ে বিশদে জেনে নেওয়া যাক।
advertisement
3/8
OnePlus চিনা প্রেসিডেন্ট ল্যুইস লি-এর থেকে পাওয়া আপডেট অনুযায়ী, OnePlus 13T পাওয়া যাবে তিনটি কালার ভ্যারিয়েন্টে। যদিও কোন কোন শেডে এই ফোন মিলবে, সেটা এখনও প্রকাশ করা হয়নি। লি ব্যাখ্যা করে বলেন যে, এর মধ্যে অবশ্য একটি রঙ অত্যন্ত স্পেশ্যাল হতে চলেছে।
advertisement
4/8
দাবি করা হচ্ছে যে, এটা তরুণ প্রজন্মের ব্যবহারকারীদের মধ্যে তা তীব্র জনপ্রিয়তা লাভ করেছে। যদিও ওই ফোনের অফিসিয়াল ছবি এখনও প্রকাশ করা হয়নি। আর্লি টিজারে ইঙ্গিত মিলেছে যে, এই ডিভাইসে থাকবে একটি বোল্ড ভিজ্যুয়াল আইডেন্টিটি। শোনা যাচ্ছে যে, এই ফোন পাওয়া যাবে হালকা গোলাপি রঙের ভ্যারিয়েন্টে।
advertisement
5/8
আগের টিজারে ইতিমধ্যেই বলা হয়েছিল যে, রেগুলার OnePlus 13-র তুলনায় OnePlus 13T-তে থাকবে ছোট এবং ফ্ল্যাটার স্ক্রিন। OnePlus 13-য় ছিল ৬.৮২ ইঞ্চির একটি কার্ভড প্যানেল। তবে 13T-তে থাকতে পারে ৬.৩ ইঞ্চির OLED ডিসপ্লে। সেই সঙ্গে থাকবে ১.৫কে রেজোলিউশন এবং ১২০ হার্ৎজ রিফ্রেশ রেট। ফলে বিষয়টা হবে বেশ কমপ্যাক্ট এবং যা ম্যানেজ করা যাবে অনায়াসে।
advertisement
6/8
অফিসিয়াল টিজারের মধ্যে একটিতে দেখানো হয়েছে যে, আসন্ন OnePlus ফোনে স্ক্রিনের চারপাশে থাকবে স্লিম বেজেল। আবার ডিজাইনের দিক থেকে নানা কিছু পরিবর্তন করছে OnePlus। অ্যালার্ট স্লাইডারের পরিবর্তে OnePlus 13T-র বাম দিকের পাশে একটি নতুন শর্টকাট কি থাকবে। এই বাটন হবে কাস্টোমাইজেবল। যা এই ফোনের কার্যকারিতা অনেকাংশে বাড়াবে।
advertisement
7/8
আবার হার্ডওয়্যারের দিক থেকে OnePlus 13T-তে থাকতে পারে Qualcomm-এর Snapdragon 8 Gen 3 Elite প্রসেসর। এই ফোনে ১৬ জিবি RAM এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যাবে। এই ফোন Android 15 আউট অফ দ্য বক্সের উপর রান করবে। সেই সঙ্গে থাকবে এই ব্র্যান্ডের ColorOS 15 স্কিন।
advertisement
8/8
আসন্ন OnePlus ফোনের পিছনের দিকে থাকবে ২টি ৫০ মেগাপিক্সেলের সেন্সর। এর মধ্যে একটি থাকবে টেলিফটো ক্যামেরা। ব্যাটারি ক্যাপাসিটি হবে প্রায় ৬২০০ mAh-এর আশপাশে। সঙ্গে থাকবে ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।