TRENDING:

In Pics: অনেককিছু বদলে গেল জিমেল-এর, না জানলে মুশকিলে পড়বেন

Last Updated:
advertisement
1/8
In Pics: অনেককিছু বদলে গেল জিমেল-এর, না জানলে মুশকিলে পড়বেন
জিমেল-এর জন্য নতুন নক্সা বের করল গুগল ৷ আর এই নতুন নক্সার সঙ্গে সঙ্গে এল বেশকিছু নয়া ফিচার্সও ৷ এই ফিচার্সগুলিতে জি-মেল হবে অত্যাধুনিক ও স্মার্ট ৷ এক নজরে দেখে নিন সেই ফাচার্সগুলি ৷
advertisement
2/8
• ইমেল শর্টকাট: আর্কাইভ, ডিলিট, মার্ক অ্যাজ রিড, স্নুজ, রাইট নেক্সট টু দ্য প্রিভিউ-র মতো শর্টকাটগুলি পাবেন ইমেলে ৷ এরমধ্যে প্রথম তিনটে অপশন আগেই ছিল ৷ এ ছাড়াও জিমেল অ্যাপসে পাবেন কিপ, টাস্কস, ক্যালেন্ডারের মতো শর্টকাটগুলি ৷
advertisement
3/8
• এ বার জিমেল-এ থাকবে ‘Nudge’ ফিচার্স ৷ অনেকদিন আগে উত্তর দেওয়া বা উত্তর না দেওয়া ইমেল-এর কথা মনে করিয়ে দেবে এটি ৷
advertisement
4/8
• স্মার্ট রিপ্লাই: জিমেল-এর মোবাইল ভার্সনে পাওয়া যাবে এটি ৷ তৎক্ষণাৎ রিপ্লাই দেওয়া যাবে এই ফিচার্সের মাধ্যমে ৷
advertisement
5/8
• রিস্ক ওয়ার্নিং: যদি কোনও মেল-এর মাধ্যমে ভাইরাস ঢোকে সঙ্গে সঙ্গে রিস্ক ওয়ার্নিং তা জানান দেবে ৷
advertisement
6/8
• কনফিডেন্সিয়াল মোড: এই মোড ব্যবহার করে মেল পাঠালে আপনার মেলটি অন্যদের থেকে সুরক্ষিত থাকবে৷
advertisement
7/8
• নেটিভ অফলাইন মোড: নতুন এই মোডটিও এ বার পাবেন জিমেল-এ ৷
advertisement
8/8
ফিচার্স অন মোবাইল: হাই-প্রায়রিটি নোটিফিকেশন ফিচার্স পাওয়া যাবে ৷
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
In Pics: অনেককিছু বদলে গেল জিমেল-এর, না জানলে মুশকিলে পড়বেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল