New feature of WhatsApp: WhatsApp-এ এবার এআই হাইড করার শর্টকাট, দেখে নিন কী করতে হবে
- Published by:Salmali Das
- trending desk
Last Updated:
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ যদি যথাযথ ভাবে করা যায়, তাহলে তা মানুষের পক্ষে উপকারী সাব্যস্ত হবে সন্দেহ নেই। কিন্তু সকল WhatsApp ইউজারেরই যে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যের দরকার হবে, সে কথা জোর দিয়ে বলা যায় না।
advertisement
1/8

WhatsApp-এ যে এআই বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রবেশ ঘটেছে, সে খবর এত দিনে পৌঁছে গিয়েছে অনেকের কাছেই। এর সাহায্যে তৈরি করা যাবে মনের মতো স্টিকার বা ছবি। সেই সঙ্গে আছে মেটা এআই চ্যাটবটও, যা ইউজারের যে কোনও প্রশ্নের উত্তর দিয়ে দেবে এক লহমায়।
advertisement
2/8
এই এআই চ্যাট ফিচার অ্যাপের চ্যাট সেকশনে দেখতে পাওয়া যাচ্ছে, ইউজারদের সুবিধার জন্য তা এনে দেওয়া হয়েছে একেবারে সামনাসামনি, এ কথাই প্রায় সাম্প্রতিক এক রিপোর্টে জানিয়েছিল ট্র্যাকারগোষ্ঠী WABetaInfo।
advertisement
3/8
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ যদি যথাযথ ভাবে করা যায়, তাহলে তা মানুষের পক্ষে উপকারী সাব্যস্ত হবে সন্দেহ নেই। কিন্তু সকল WhatsApp ইউজারেরই যে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যের দরকার হবে, সে কথা জোর দিয়ে বলা যায় না।
advertisement
4/8
সবচেয়ে বড় বিষয় হল, এই চ্যাটবট চোখের সামনে সব সময়ে জ্বলজ্বল করতে দেখলে অনেক ইউজার বিরক্তও হতে পারেন। মনে হতেই পারে তাঁদের এটা আদতে পরিচিতদের সঙ্গে চ্যাট করার ক্ষেত্রে অসুবিধার জন্ম দিচ্ছে, পরিচিত কাউকে কিছু পাঠাতে গিয়ে হাত পড়ে যেতেই পারে AI chat-এ। তখন উপায়?
advertisement
5/8
WABetaInfo তাদের অতি সম্প্রতি পেশ করা এক রিপোর্টে এই কথাই তুলে ধরেছে। জানিয়েছে যে ইউজাররা চ্যাটিংয়ের বিষয় শুধু পরিচিতদের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাইতেই পারেন।
advertisement
6/8
সেক্ষেত্রে বিশ্বের এই সবচেয়ে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ তার ইউজারদের অপছন্দের বা বিরক্তি উদ্রেকের কারণ হয়ে উঠবে না কোনও মতেই। সেই জন্যই এবার নিয়ে আসা হয়েছে এই AI chat ডিজেবল করার ফিচার, সংস্থা কাজ চালাচ্ছে তা নিয়ে।
advertisement
7/8
যে ইউজাররা ইতিমধ্যেই AI chat পেয়ে গিয়েছেন, তাঁদের শুধু টগল করে তা ডিজেবল করে দিতে হবে। বাকিরা WhatsApp বিটার Android 2.23.25.15 ভার্সনে নিজেদের আপডেট করলে এই সুবিধা পাবেন।
advertisement
8/8
তবে এখনও যেহেতু এই ফিচার রয়েছে রোল আউটের পর্যায়ে, সেহেতু সবার ফোনে তা কার্যকরী হতে কিছু সময় লাগতেই পারে।