TRENDING:

মেসেজে ই-চালান, ক্লিক করলেই বিপদ! কীভাবে কাজ করছে নতুন স্ক্যাম, জানুন বাঁচার উপায়

Last Updated:
ই-চালানের নামে সাইবার প্রতারকরা ভুয়ো মেসেজ ও লিঙ্ক পাঠিয়ে মানুষকে ফাঁদে ফেলছে। জেনে নিন, এই নতুন অনলাইন স্ক্যাম কীভাবে কাজ করে এবং নিজেকে কীভাবে সুরক্ষিত রাখবেন…
advertisement
1/8
মেসেজে ই-চালান, ক্লিক করলেই বিপদ! কীভাবে কাজ করছে নতুন স্ক্যাম, জানুন বাঁচার উপায়
অনলাইন প্রতারণাকারীরা সাধারণ মানুষকে ঠকাতে নিত্যনতুন কৌশল বের করেই চলেছে। এবার তারা ই-চালানের নামে প্রতারণা শুরু করেছে। বর্তমানে দেশে একটি বড় অনলাইন জালিয়াতি চক্র সক্রিয়, যেখানে যানবাহন চালকদেরই মূলত টার্গেট করা হচ্ছে।
advertisement
2/8
সাইবার সিকিউরিটি সংস্থা সাইবল প্রকাশ করেছে যে, ই-চালান পোর্টালের মতো দেখতে ৩৬টি ভুয়ো ওয়েবসাইট মানুষের কাছ থেকে প্রতারণা করছে। প্রতারকরা এমন এক নতুন কৌশল তৈরি করেছে, যেখানে কোনও অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন নেই। শুধু একটি মেসেজের মাধ্যমেই মানুষকে ফাঁদে ফেলা হচ্ছে। চলুন জেনে নেওয়া যাক, এই পুরো প্রতারণা চক্রটি কীভাবে কাজ করে।
advertisement
3/8
প্রতারকরা মেসেজ পাঠিয়ে মানুষকে ফাঁদে ফেলছে। প্রথমে স্ক্যামাররা একটি ভারতীয় নম্বর থেকে মেসেজ পাঠায়। যাচাই করলে দেখা যায়, সেই নম্বরটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-এর সঙ্গে যুক্ত বলে মনে হয়, ফলে সাধারণ মানুষের পক্ষে সেটির ওপর সহজেই বিশ্বাস করা হয়ে যায়।
advertisement
4/8
মেসেজে জানানো হয় যে, তাদের নামে একটি ট্রাফিক চালান ইস্যু হয়েছে, এবং সেই চালানের অঙ্ক সাধারণত খুব বেশি নয়।
advertisement
5/8
এছাড়াও ভয় সৃষ্টি করার জন্য ২৪ ঘণ্টার চূড়ান্ত সময়সীমা দেওয়া হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না দিলে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দেওয়া হয়। মেসেজে একটি লিঙ্ক থাকে, যা ব্যবহারকারীকে একটি ভুয়ো ওয়েবসাইটে নিয়ে যায়।
advertisement
6/8
ভুয়ো ওয়েবসাইটেই চলে পুরো প্রতারণার খেলা। এই ভুয়ো ওয়েবসাইটটি দেখতে একেবারে সরকারি ওয়েবসাইটের হুবহু নকল। এখানে সরকারি সাইটের মতোই লোগো ও রঙের ব্যবহার করা হয়। ব্যবহারকারী যখন নিজের গাড়ির নম্বর সেখানে নথিভুক্ত করেন, তখন একটি ভুয়ো চালানের রেকর্ড দেখানো হয়। এরপর ব্যবহারকারীকে একটি পেমেন্ট পেজে নিয়ে যাওয়া হয়, যেখানে শুধু ক্রেডিট ও ডেবিট কার্ডে টাকা দেওয়ার অপশন থাকে।
advertisement
7/8
ব্যবহারকারী কার্ডের তথ্য পূরণ করার সঙ্গে সঙ্গেই, টাকা এবং কার্ডের সমস্ত বিবরণ সরাসরি স্ক্যামারদের কাছে পৌঁছে যায়। এই ধরনের প্রতারণা থেকে কীভাবে বাঁচবেন? অজানা নম্বর থেকে আসা কোনও মেসেজে দেওয়া কোনও লিঙ্কে ক্লিক করবেন না। চালান সংক্রান্ত তথ্য যাচাই করার জন্য সবসময় সরকারি বা ট্রাফিক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটই ব্যবহার করুন।
advertisement
8/8
যদি কোনও ওয়েবসাইটে শুধুমাত্র কার্ডের মাধ্যমে পেমেন্ট করার অপশন থাকে, তাহলে সতর্ক হয়ে যান। আর যদি অজানা নম্বর থেকে এ ধরনের মেসেজ বারবার আসে, তাহলে সেগুলি তৎক্ষণাৎ রিপোর্ট করুন।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
মেসেজে ই-চালান, ক্লিক করলেই বিপদ! কীভাবে কাজ করছে নতুন স্ক্যাম, জানুন বাঁচার উপায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল