TRENDING:

উৎসবের মরশুমে WhatsApp Sticker-এর মাধ্যমেই বন্ধুদের পাঠান শুভেচ্ছা

Last Updated:
এর জন্য আপনাকে Stickers for WhatsApp ডাউনলোড করতে হবে। এরপর আপনি এখানে অনেক Navratri স্টিকার দেখতে পারবেন।
advertisement
1/6
উৎসবের মরশুমে WhatsApp Sticker-এর মাধ্যমেই বন্ধুদের পাঠান শুভেচ্ছা
আজ, ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে নবরাত্রি। এই বাঙালিরা যেমন মেতে ওঠে দুর্গা পুজোতে তেমনি অবাঙালিরা ৯ দিনের জন্য নবরাত্রিতে মেতে থাকে। আর এই উৎসবের শুভেচ্ছা জানাতে ইতিমধ্যেই WhatsApp হাজির হয়েছে নতুন স্টিকার প্যাক।
advertisement
2/6
WhatsApp-এ এই স্টিকার পাঠাতে সবার আগে চ্যাট উইন্ডর ডান দিকে নীচে ইমোজি আইকনে ট্যাপ করুন। ইমোজি গ্যালারি ওপেন হলে ডান দিকে নীচে স্টিকার আইকন দেখতে পাবেন।
advertisement
3/6
নতুন স্টিকার প্যাক অ্যাড করার জন্য একয়ি '+’ বাটন থাকবে। এই '+’ আইকনে ক্লিক করুন। এখানে প্লে স্টোর থেকে আরও স্টিকার ডাউনলোড করার অপশান দেখতে পাবেন। এই অপশান সিলেক্ট করলে স্মার্টফোনে প্লে স্টোর ওপেন হয়ে যাবে।
advertisement
4/6
এর জন্য আপনাকে Stickers for WhatsApp ডাউনলোড করতে হবে। এরপর আপনি এখানে অনেক Navratri স্টিকার দেখতে পারবেন।
advertisement
5/6
এখন থেকে আপনি Navratri Stickers ডাউনলোড করতে পারবেন। এরপর আপনি Add to WhatsApp-এর অপশন দেখতে পাবেন, সেটাতে ক্লিক করুন।
advertisement
6/6
এবার আপনি নিজের WhatsApp Chat খুলুন, তারপর ওই চ্যাটটে ক্লিক করুন যাকে আপনি নবরাত্রির শুভেচ্ছা পাঠাতে চান। এরপর আপনি Stickers-এর অপশনে গিয়ে নিজের পছন্দের মতো স্টিকার পাঠিয়ে দিন।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
উৎসবের মরশুমে WhatsApp Sticker-এর মাধ্যমেই বন্ধুদের পাঠান শুভেচ্ছা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল