Driving Licence: ড্রাইভিং লাইসেন্স সঙ্গে নেই? আর ভয় নেই ! এই নিয়ম জানা থাকলে কেউ ধরতে পারবে না আপনাকে
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Driving Licence: আর চিন্তা করতে হবে না ড্রাইভিং লাইসেন্স নিয়ে! সঙ্গে না থাকলেও ভয় নেই। কিচ্ছু বলবে না কেউ!
advertisement
1/5

গাড়ি চালালে ড্রাইভিং লাইসেন্স থাকাটা কিন্তু মাস্ট। না হলেই রাস্তায় হতে পারে নানা বিপত্তি। পুলিশ চাইল লাইসেন্স আপনার কাছে নেই? আনতে ভুলে গিয়েছেন হয় তো? তখন কী হবে? সেই একটা কেস দিয়ে দেওয়া হবে। কিন্তু এবার এই লাইসেন্সের ঝামেলা থেকে মুক্তি পান। photo source collected
advertisement
2/5
এবার থেকে আর প্রিন্টেড ড্রাইভিং লাইসেন্স/রেজিস্ট্রেশন কার্ড (RC) সাথে নিয়ে ড্রাইভ করার কোনো দরকার নেই। Central Motor Vehicles আইন অনুসারে, ড্রাইভারদের স্মার্টফোনে ডিজিটাল কপি থাকলেই চলবে।photo source collected
advertisement
3/5
কাগজপত্র নিয়ে ট্র্যাভেল করার ঝামেলা এবার শেষ। ট্রাফিক পুলিশকে আপনার স্মার্টফোনে থাকা ডিজিটাল লাইসেন্স ও RC দেখালেই হবে। খুবই সহজ উপায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স নিজের মোবাইলে রাখা যায়, কয়েকটি পদ্ধতি জানা থাকলেই আপনার ফোনেও চলে আসবে আপনার লাইসেন্স ও RC কাগজ। photo source collected
advertisement
4/5
MPARIVAHAN অ্যাপটি নিজের ফোনে ডাউনলোড করে নিন। অ্যাপস্টোরের সার্চ অপশনে গিয়ে mParivahan লিখে সার্চ করলেই পেয়ে যাবেন অ্যাপটি। স্মার্টফোনে নিজের ড্রাইভিং লাইসেন্স রাখার জন্য সরকারের তরফে এই অ্যাপ লঞ্চ করা হয়েছে। photo source collected
advertisement
5/5
mParivahan অ্যাপটি ইন্সটল হয়ে গেলে ওপেন করুন। এবার আপনার ফোন নম্বর দিয়ে সাইন আপ করুন।একটি OTP আসবে। OTP টি ঠিক জায়গায় দিয়ে অ্যাপে রেজিস্ট্রেশন কম্পলিট করুন। এরপর DL (ড্রাইভিং লাইসেন্স) এবং RC (রেজিস্ট্রেশন সার্টিফিকেট) দুটি অপশন দেখতে পাবেন। DL অপশনে নির্দিষ্ট বক্সে আপনার DL নম্বরটি লিখুন। ভার্চুয়াল DL জেনারেট করার জন্য 'Add To My Dashboard' অপশনে ক্লিক করুন। নির্দিষ্ট বক্সে আপনার জন্মতারিখ (D.O.B) লিখুন। ব্যস আপনার কাজ শেষ। এবার রাস্তাঘাটে যখন সমস্যায় পড়বেন দেখিয়ে দিন ফোনের এই লাইসেন্স। ট্রাফিক পুলিশ আপনার লাইসেন্স দেখতে চাইলে শুধুমাত্র mParivahan অ্যাপটি খুলে ড্রাইভিং লাইসেন্স দেখালেই চলবে। photo source collected