TRENDING:

Motorcycle washing tips: মোটরসাইকেল চালিয়ে এসেই ধোয়াধুয়ি করেন? কতবড় ভুল করছেন, ধারণা নেই অনেকেরই

Last Updated:
বাইকের যত্ন নিতে গিয়ে ধোয়াধুয়ি করার সময় উল্টে আপনি প্রিয় বাহনের ক্ষতি করে ফেলছেন না তো?
advertisement
1/9
মোটরসাইকেল চালিয়ে এসেই ধোয়াধুয়ি করেন? কত বড় ভুল করছেন, ধারণাই নেই অনেকের
অনেকেই বাইক চালিয়ে এসে সঙ্গে সঙ্গেই ধোয়াধুয়ির কাজ শুরু করেন৷ এটা খুব সাধারণ মনে হলেও আপনার শখের বাহনটির জন্য চূড়ান্ত ক্ষতিকারক হতে পারে৷
advertisement
2/9
অনেকেই জানেন না, বাইক চালানোর পর পরই তা ধোয়া শুরু করলে ইঞ্জিন সহ মোটরসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশের ক্ষতি হতে পারে৷
advertisement
3/9
বাইক চালিয়ে আসার পর সেটির ইঞ্জিন এবং এক্সহস্ট সিস্টেমের তাপমাত্রা খুবই বেশি থাকে৷ সেই সময় যদি সেগুলি ঠান্ডা জলের সংস্পর্শে আসে তাহলে আচমকা তাপমাত্রা কমতে থাকে৷
advertisement
4/9
তাপমাত্রার এই আচমকা পরিবর্তনে মোটরসাইকেলের ইঞ্জিনে ফাটল ধরতে পারে৷
advertisement
5/9
অন্যদিকে এক্সহস্ট সিস্টেমের ধাতব অংশও তাপমাত্রার আচমকা পরিবর্তনে হয় সঙ্কুচিত না হলে সম্প্রসারিত হতে পারে৷ আদতে যা এক্সহস্ট সিস্টেমকে দুর্বল করে দেয়৷
advertisement
6/9
শুধু তাই নয়, গরম অবস্থায় মোটরসাইকেল ধুলে তার ইলেক্ট্রিক্যাল সিস্টেম, ওয়্যারিং, সেন্সরেরও ক্ষতি হতে পারে৷ শর্ট সার্কিটের আশঙ্কাও থাকে৷
advertisement
7/9
এর পাশাপাশি গরম অবস্থায় জল ঢাললে বাইকের রং অথবা পেইন্টের চমকও কমতে পারে৷ রংয়ের প্রলেপে ফাটল ধরার আশঙ্কাও থাকে৷
advertisement
8/9
ফলে এই সমস্ত বিপত্তি এড়াতে মোটরসাইকেল চালিয়ে আসার অন্তত ১৫-২০ মিনিট পরে ধোয়াধুয়ির কাজ শুরু করা উচিত৷ তাতে ক্ষতি অনেকটাই এড়ানো যায়৷
advertisement
9/9
ফলে এই সমস্ত বিপত্তি এড়াতে মোটরসাইকেল চালিয়ে আসার অন্তত ১৫-২০ মিনিট পরে ধোয়াধুয়ির কাজ শুরু করা উচিত৷ তাতে ক্ষতি অনেকটাই এড়ানো যায়৷
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Motorcycle washing tips: মোটরসাইকেল চালিয়ে এসেই ধোয়াধুয়ি করেন? কতবড় ভুল করছেন, ধারণা নেই অনেকেরই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল