TRENDING:

ভেঙে গেল সমস্ত রেকর্ড, ৩৫ বছর পুরনো Super Mario Bros গেম বিক্রি হল প্রায় ৮৬ লাখ টাকায় !

Last Updated:
১৯৮৫ সালে রিলিজ হয়েছিল সুপার মারিও।
advertisement
1/4
৩৫ বছর পরেও রেকর্ড, প্রায় ৮৬ লাখ টাকায় বিক্রি হল Super Mario Bros গেম
Super Mario Bros গেম লঞ্চ হওয়ার ৩৫ বছর পরেও রেকর্ড ভাঙছে। ১৯৮৫ সালে রিলিজ হয়েছিল সুপার মারিও। এই গেমটির US ভার্সনের একটি রিয়ার সিল্ড কপিটিকে হেরিটেজ নিলামে ১১৪,০০ও ডলার (প্রায় ৮৫,৭২,২৬৭ টাকা) বিক্রি হয়েছে।
advertisement
2/4
গত বছর Super Mario Bros গেমটির একটি কপি ১০০,১৫০ ডলার (প্রায় ৭৫,৩০,৬২৯) টাকায় বিক্রি হয়েছিল। মানে আগের থেকে প্রায় ১৪,০০০ ডলার (প্রায় ১০.৫ লক্ষ টাকা) বেশিতে বিক্রি হয়েছে।
advertisement
3/4
নিলামে এই রেকর্ড ব্রেকিং বিড সম্পর্কে গেম জার্নালিস্ট ক্রিস কোহলার লিখেছেন যে তিনি খুঁজে পেয়েছেন যে এই নিলামে এই বিক্রি নতুন রেকর্ড তৈরি করেছে। ক্রিস কোহলারের মতে এটি এখনও পর্যন্ত সবচেয়ে দামি গেম।
advertisement
4/4
আসলে এই গেমটি পুরো ওরিজিনাল প্যাকেজিং-এ সিল করা রয়েছে আর পারফেক্ট কন্ডিশন রয়েছে। এই গেমটি গ্রেডিং ৯.৪ পেয়েছে ১০-এর মধ্যে। আর হয়ত এই কারণেই এই গেমটি এতো দামে বিক্রি হয়েছে। সেই সঙ্গে এটি US রিটেল এডিশনের বিশেষ একটি ভার্সনও।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
ভেঙে গেল সমস্ত রেকর্ড, ৩৫ বছর পুরনো Super Mario Bros গেম বিক্রি হল প্রায় ৮৬ লাখ টাকায় !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল