দিনে ৮ ঘণ্টা AC চালালে মাসে কত 'ইলেকট্রিক বিল' আসবে? সহজ এই হিসেব জানলে নিশ্চিন্তে এসি চালাতে পারবেন
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
AC Monthly Electricity Bill: প্রতিদিন যদি ৮ ঘণ্টা করে এসি চালানো হয়, তাহলে মাস শেষে বিদ্যুৎ বিল কত আসবে? এই হিসাব নির্ভর করে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপর— আজ আমরা সহজভাবে এই হিসাব করে দেখাব, যাতে আপনি আগেভাগেই নিজের বিদ্যুৎ বিল সম্পর্কে ধারণা পেতে পারেন।
advertisement
1/7

গরমের দিনে এসি ছাড়া থাকা যেন অসম্ভব! কিন্তু এসি চালানোর সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বিলের চিন্তাও মাথায় আসে। অনেকেই ভাবেন, প্রতিদিন যদি ৮ ঘণ্টা করে এসি চালানো হয়, তাহলে মাস শেষে কত বিল আসবে?
advertisement
2/7
এই হিসাব নির্ভর করে এসির ক্ষমতা, বিদ্যুতের ইউনিট চার্জ এবং ব্যবহারের ধরনের উপর। এসির ক্ষমতা (ওয়াট বা টন), বিদ্যুতের ইউনিট চার্জ এবং এর ব্যবহারের ধরন। সহজভাবে এই হিসাব দেখে নিন, যাতে আগেভাগেই ধারণা পেতে পারেন।
advertisement
3/7
১ টন এসি সাধারণত প্রতি ঘণ্টায় ০.৮ থেকে ১ ইউনিট বিদ্যুৎ খরচ করে। ১.৫ টন এসি ১.২ থেকে ১.৫ ইউনিট এবং ২ টন এসি ১.৮ থেকে ২ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করে। যদি প্রতিদিন ৮ ঘণ্টা করে এসি চালানো হয়, তাহলে মাসিক বিদ্যুৎ খরচ হবে ১৯২ থেকে ৪৮০ ইউনিট পর্যন্ত।
advertisement
4/7
বিদ্যুতের ইউনিট রেট অঞ্চলভেদে ভিন্ন হয়। ভারতে গড় বিদ্যুতের দাম প্রতি ইউনিট ৬-৮ টাকা, পশ্চিমবঙ্গে প্রায় ৭ টাকা প্রতি ইউনিট। সেই হিসাবে, ১ টন এসি চালালে মাসে ১৩০০-১৬০০ টাকা, ১.৫ টন এসিতে ২০০০-২৫০০ টাকা এবং ২ টন এসি চালালে ৩০০০-৩৫০০ টাকা বিল আসতে পারে।
advertisement
5/7
বিদ্যুৎ খরচ কমানোর কিছু সহজ উপায় আছে। ইনভার্টার এসি ব্যবহার করলে ৩০-৪০% বিদ্যুৎ সাশ্রয় হয়। ২৪-২৬ ডিগ্রি তাপমাত্রায় এসি চালানো ভালো, কারণ কম তাপমাত্রায় বেশি বিদ্যুৎ খরচ হয়। রুমের দরজা-জানালা বন্ধ রাখলে এসি কম বিদ্যুৎ খরচ করবে। টাইমার সেট করে নির্দিষ্ট সময় পর এসি বন্ধ করে দিলে বিল কম আসবে। এছাড়া, এসির ফিল্টার নিয়মিত পরিষ্কার করলেও বিদ্যুৎ সাশ্রয় করা যায়।
advertisement
6/7
প্রতিদিন ৮ ঘণ্টা এসি চালালে মাসিক বিদ্যুৎ বিল অনেকটাই বাড়তে পারে। তবে কয়েকটি সাধারণ নিয়ম মেনে চললে খরচ কিছুটা কমানো সম্ভব। তাই এসি চালানোর আগে এই বিষয়গুলো মাথায় রাখলে বিদ্যুৎ বিলের চাপ কিছুটা কমানো যাবে।
advertisement
7/7
প্রতিদিন ৮ ঘণ্টা এসি চালালে মাসিক বিদ্যুৎ বিল কত আসবে, তা মূলত নির্ভর করছে এসির ক্যাপাসিটি, ইউনিট চার্জ, এবং সেটিংসের উপর। ১ টন এসির ক্ষেত্রে মাসিক বিল ১৩০০-১৬০০ টাকা, ১.৫ টনে ২০০০-২৫০০ টাকা এবং ২ টনের ক্ষেত্রে ৩০০০-৩৫০০ টাকা আসতে পারে। তবে কিছু ছোটখাটো টিপস মেনে চললে বিদ্যুৎ খরচ কিছুটা কমানো সম্ভব। তাই এসি চালানোর আগে খরচের বিষয়টি মাথায় রেখেই সঠিক সিদ্ধান্ত নিন!