Monsoon Bike riding Tips: বৃষ্টিতেও বাইক নিয়ে বেরোতে হয়? এই ভুলগুলো করলে কিন্তু জীবনের ঝুঁকি বাড়বে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Monsoon Bike riding Tips: বর্ষার মরশুম শুরু হয়ে গিয়েছে। এই সময় বাইক চালাতে হলে বেশ কিছু ব্যাপার মাথায় রাখতে হবে।
advertisement
1/5

বর্ষার মরশুম হাজির। তবে এমন অনেকেই আছেন যাঁদের কাজের জন্য রোজই বাইক নিয়ে বেরোতে হয়। বৃষ্টিতেও বাইক চালাতে হয়। তাঁদের কয়েকটি ব্যাপার মাথায় রাখা উচিত।
advertisement
2/5
তীব্র গরমের পর বৃষ্টি মন-প্রাণ তরতাজা করে দেয়। অনেকেই এই সময় বাইক চালাতে পছন্দ করেন। তবে বৃষ্টিতে বাইক চালালে বাড়তি সতর্ক থাকতে হবে। না হলে ঘটে যেতে পারে বড় বিপদ।
advertisement
3/5
সবার প্রথমে আপনাকে বাইকের টায়ারের দিকে নজর দিতে হবে। ভাল টায়ার মানে ভাল রোড গ্রিপ। তাই বাইকের টায়ার ক্ষয় হয়ে গেলে অবিলম্বে বদলে নিন।
advertisement
4/5
অনেকেই স্রেফ মজার জন্য বৃষ্টিতে জোরে বাইক চালান। এমনটা করলে জীবনের ঝুঁকি বাড়বে। কারণ বর্ষায় এমনিতেই রাস্তা পিছল হয়ে থাকে। বিশেষ করে রাস্তার পাশে ধুলো এই সময় কাদায় পরিণত হয়। তাই নির্ধারিত গতিতে বাইক চালানোই ভাল।
advertisement
5/5
বর্ষার মরশুমে অনেক রাস্তা পুরো জলে ঢুবে যায়। সেইসব রাস্তা এড়িয়ে চলাই ভাল। এতে ঝুঁকি যেমন কমে, তেমনই বাইকের ইঞ্জিন বা সাইলেন্সর-এ জল ঢোকার সম্ভাবনাও কমে।