TRENDING:

Smartphone Colours and Personalities: আপনি কেমন মানুষ, বলে দেবে আপনার মোবাইল ফোনের রঙ

Last Updated:
What Your Phone Color Says About You? ফোনের রঙ অনেক কিছু বলে দেয় আপনার জীবন নিয়ে, দেখুন তো মিলিয়ে
advertisement
1/6
আপনি কেমন মানুষ, বলে দেবে আপনার মোবাইল ফোনের রঙ
Smartphone Colours and Personalities:ফোনের রঙ আমাদের সম্পর্কে অনেক কিছু বলে দিতে পারে। যাঁর যে রঙের ফোন পছন্দ তার উপরেই নির্ভর করছে অনেক কিছু। অর্থাৎ ফোনের সেই রঙ তাঁদের চরিত্র সম্পর্কে অনেক কিছু বলে দিতে পারে। সম্প্রতি সামনে উঠে এসেছে এমনই এক তথ্য। অনেকেই ফোন কেনার সময় তাঁদের পছন্দের রঙের ওপর বেশি গুরুত্ব দেন। কারও পছন্দ কালো রঙের ফোন আবার কারও পছন্দ লাল রঙের ফোন। আবার অনেকেই পছন্দ করে থাকেন নীল বা সবুজ রঙের ফোন। ফোনের এই রঙ-ই বলে দিতে পারে আমাদের চরিত্র সম্পর্কে অনেক অজানা কথা।
advertisement
2/6
সাদা - যাঁরা সাদা রঙের ফোন পছন্দ করেন, তাঁরা খুবই পরিষ্কার মনের মানুষ হন। এঁরা সবসময় পরিচ্ছন্ন থাকতে পছন্দ করেন। এই ধরনের মানুষরা সহজেই অন্যের কোনও বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন না। এঁরা নিজেদের মধ্যে থাকতেই পছন্দ করেন এবং অত্যন্ত সাধারণ ভাবেই জীবনযাপন করেন।
advertisement
3/6
কালো - যাঁরা কালো রঙের ফোন পছন্দ করেন, তাঁরা মনের দিক দিয়ে খুবই শক্তিশালী হন। এই ধরনের মানুষ কাজের ক্ষেত্রে বিশাল পরিশ্রমী হনঁ। কোনও কিছু পাওয়ার জন্য এরা পরিশ্রম করতে পিছপা হন না।
advertisement
4/6
নীল - যাঁরা নীল রঙের ফোন পছন্দ করেন, তাঁরা খুবই শান্ত প্রকৃতির হন। এরা অন্যের সান্নিধ্য বিশেষ পছন্দ করেন না। এঁরা সবসময় গভীর চিন্তা-ভাবনা করেন এবং অন্যের প্রতি সহানুভূতিশীল হন। কোনও কাজ করার আগে এরা অনেক বেশি চিন্তা করার পরে তবেই তাতে হাত দেন।
advertisement
5/6
লাল - যাঁরা এই রঙের ফোন পছন্দ করেন, তাঁদের ফিজিক্যাল এনার্জি অন্যের থেকে অনেক বেশি হয়। এঁরা সব সময়ই প্রতিযোগিতায় বিশ্বাস করেন। এঁদের মধ্যে সবসময় একটা উত্তেজনা কাজ করে এবং খুব তাড়াতাড়ি এঁদের মাথা গরম হয়ে যায়। এঁরা খুব বেশি করে অন্যের দৃষ্টি আকর্ষণ করারও চেষ্টা করেন।
advertisement
6/6
গোল্ড - যাঁরা গোল্ড কালারের ফোন পছন্দ করেন, তাঁরা একটু নাক উঁচু প্রকৃতির হন। এঁরা নিজেদের স্ট্যাটাস নিয়ে বেশি মাথা ঘামান। এঁরা সব সময় নিজেদের আর্থিক এবং সামাজিক দিকের ওপর বেশি গুরুত্ব দেন।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Smartphone Colours and Personalities: আপনি কেমন মানুষ, বলে দেবে আপনার মোবাইল ফোনের রঙ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল