বাজারে এল Redmi-র কিলার ফ্ল্যাগশিপ স্মার্টফোন, জেনে নিন দাম ও ফিচার্স
Last Updated:
advertisement
1/11

অবশেষে ভারতে লঞ্চ হল Xiaomi-র কিলার ফ্ল্যাগশিপ Redmi K20 Pro আর Redmi K20 । মে মাসে চিনে লঞ্চ হয়েছিল এই স্মার্টয়ফোনগুলি।
advertisement
2/11
22 জুলাই থেকে বিক্রি শুরু হবে Redmi K20 আর Redmi K20 Pro। Flipkart আর Mi.com থেকে কেনা যাবে স্মার্টফোন দুটি
advertisement
3/11
6GB RAM আর 64GB স্টোরেজে Redmi K20 এর দাম 21,999 টাকা। অন্যদিকে 6GB RAM আর 128GB স্টোরেজে Redmi K20 কেনার খরচ 23,999 টাকা।
advertisement
4/11
Redmi K20 Pro এর দাম শুরু হচ্ছে 27,999 টাকা থেকে। 8GB RAM আর 256 GB স্টোরেজে Redmi K20 Pro কেনার খরচ 30,999 টাকা।
advertisement
5/11
Redmi K20 Pro-তে রয়েছে 6.39 ইঞ্চি AMOLED FHD+ ডিসপ্লে, যার ডিসপ্লে রেজোলুশন 91.9 শতাংশ । ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।
advertisement
6/11
Redmi K20 ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির MIUI 10 স্কিন। ফোনের ভিতরে Qualcomm Snapdragon 855 SoC, 8GB RAM আর 256GB স্টোরেজ।
advertisement
7/11
ছবি তোলার জন্য Redmi K20 Pro ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল Sony IMX586 সেন্সার। সাথে রয়েছে 13 মেগাপিক্সেল ওয়্যাইড অ্যাঙ্গেল ক্যামেরা। আর একটি 8 মেগাপিক্সেল shooter। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি 20 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।
advertisement
8/11
Redmi K20 Pro ফোনে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে রয়েছে 27W ফাস্ট চার্জ সাপোর্ট। ফোনে আরও রয়েছে ডুয়াল সিম, USB Type-C পোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক। কানেক্টিভিটর জন্য রয়েছে Wi-Fi 802.11ac, Bluetooth 5.0, GPS, NFC।
advertisement
9/11
Redmi K20 হচ্ছে K20 Pro ফোনটির হালকা ভার্সন। K20-তে সব Pro-এর ফিচার রয়েছে প্রসেসর ছাড়া। Redmi K20 ফোনে থাকছে Snapdragon 730 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ
advertisement
10/11
তিনটি রঙে পাওয়া যাবে Redmi K20 Pro আর দুটি রঙে পাওয়া যাবে Redmi K20- কার্বোন ব্ল্যাক, ফ্লেম রেড আর গ্লেসিয়ার ব্লু
advertisement
11/11
Redmi K20 Pro-র একটি সিগনেচার এডিশন বার করবে যার দাম হবে 4.80,000 টাকা।