দুর্দান্ত অফার Mi Diwali Sale-এ! ৯০০০ টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে Xiaomi-র এই প্রিমিয়াম ৫জি স্মার্টফোন
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
Diwali With Mi সেলে গ্রাহকরা শাওমির বিভিন্ন প্রোডাক্ট খুবই আকর্ষনীয় ছাড়ে ক্রয় করতে পারবে।
advertisement
1/7

Diwali With Mi সেল শুরু হয়ে গিয়েছে। এই সেলের ট্যাগলাইন রাখা হয়েছে 'ইয়ে দিওয়ালি টেক ওয়ালি'। এই সেলে গ্রাহকরা শাওমির বিভিন্ন প্রোডাক্ট খুবই আকর্ষনীয় ছাড়ে ক্রয় করতে পারবে। এই সেলে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের ফোন, যার ওপরে দেওয়া হচ্ছে আকর্ষণীয় ছাড়। mi.com থেকে পাওয়া খবর অনুযায়ী Xiaomi 12 Pro ফোন Diwali With Mi 2022 সেলে ৪৫,৭৪৯ টাকায় পাওয়া যাচ্ছে।
advertisement
2/7
এই সেলে Xiaomi 12 Pro ফোনের ওপর গ্রাহকরা পেয়ে যাচ্ছেন ৯,০০০ টাকার ছাড়। এই Xiaomi 12 Pro ফোনের ওপর ৯,০০০ টাকার ছাড় পাওয়া যাচ্ছে এক্সচেঞ্জ বোনাসের মাধ্যমে। এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখা দরকার যে, গ্রাহকরা যে ফোন এক্সচেঞ্জ করবেন, সেই ফোনের অবস্থার ওপর এই এক্সচেঞ্জ অফার নির্ভর করবে। এক নজরে দেখে নেওয়া যাক এই Xiaomi 12 Pro ফোনের কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার।
advertisement
3/7
এই Xiaomi 12 Pro ফোনে ব্যবহার করা হয়েছে ৬.৭৩ ইঞ্চির কিউএইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। এই Xiaomi 12 Pro ফোনে ব্যবহার করা হয়েছে ১২০ এইচজেড রিফ্রেশ রেট। এছাড়াও এই Xiaomi 12 Pro ফোনের স্ক্রিনের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টস প্রোটেকশন।
advertisement
4/7
এই Xiaomi 12 Pro ফোনে ব্যবহার করা হয়েছে ১৫০০ নিটসের পিক ব্রাইটনেস। এছাড়াও Xiaomi 12 Pro ফোনে ব্যবহার করা হয়েছে ২৪০ এইচজেড টাচ স্যাম্পলিং রেট।
advertisement
5/7
Xiaomi 12 Pro ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ এসওসি। এই ফোনে রয়েছে ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। এই প্রিমিয়াম অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ব্যবহার করা হয়েছে ডলবি ভিশন এবং ডলবি অ্যাটমস। এই ফোনে ব্যবহার করা হয়েছে অ্যানড্রয়েড ১২ বেসড MIUI 13।
advertisement
6/7
এই ফোনে ব্যবহার করা হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা। এর মধ্যে রয়েছে ৫০ মেগাপিক্সেল সেনসর, প্রাইমারি ৫০ মেগাপিক্সেলের SONY IMX707 ক্যামেরা, যা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট যুক্ত। এছাড়াও এই ফোনে ব্যবহার করা হয়েছে ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনের সামনে ব্যবহার করা হয়েছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা।
advertisement
7/7
এই ফোনে ব্যবহার করা হয়েছে ৪৬০০ এমএএইচ ব্যাটারি, যা ১২০ ডবলু ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত। এছাড়াও এই ফোনে ব্যবহার করা হয়েছে ৫০ ডবলু ওয়ারলেস চার্জিং এবং ১০ ডবলু রিভার্স ওয়ারলেস চার্জিং সাপোর্ট।