Mobile: মোবাইল তো ইংরাজি শব্দ! এর বাংলা অনুবাদ কী, মিলিয়ে দেখে নিন
- Published by:Suvam Mukherjee
Last Updated:
Mobile: এই Mobile'শব্দটি আদতে তো ইংরাজি শব্দ। এর বাংলা অর্থ তেমন ব্যবহার করা হয় না। অনেকেই এর বাংলা শব্দের সঙ্গে পরিচিতও নন।
advertisement
1/10

কলকাতা: এখনকার দিনে মোবাইল ব্যবহার করেন না, এমন কাউকে খুঁজে পাওয়া বেশ মুশকিল। যোগাযোগের অন্যতম এবং গুরুত্বপূর্ণ মাধ্যম মোবাইল। (প্রতীকী ছবি)
advertisement
2/10
আমরা সকলে 'Mobile' নামে বেশি পরিচিত। কোনও লেখা, বই থেকে শুরু করে লোকমুখে মোবাইল শব্দই ব্যবহার করা হয়ে থাকে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
3/10
কিন্তু এই 'Mobile' শব্দটি আদতে তো ইংরাজি শব্দ। এর বাংলা অর্থ তেমন ব্যবহার করা হয় না। অনেকেই এর বাংলা শব্দের সঙ্গে পরিচিতও নন। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
4/10
'Mobile' শব্দটি ইংরাজি অর্থ হচ্ছে ভ্রাম্যমান কিংবা চলমান। অনেকসময় আমরা মোবাইল ভ্যান শব্দটি শুনে থাকি। অর্থাৎ চলন্ত গাড়ি। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
5/10
কিন্তু 'Mobile' শব্দের আক্ষরিক বাংলা অনুবাদ হচ্ছে মুঠোফোন। তবে এই শব্দটি সম্পর্কে তেমন কেউ পরিচিত নন। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
6/10
মুঠোফোন শব্দটির অর্থ হাতের মুঠোয় ব্যবহার করা যায়। সহজের বহনযোগ্য। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
7/10
এই শব্দটি তেমন ব্যবহার না করা হলেও, কবি নির্মলেন্দু গুণ একসময়ে তাঁর একটি কবিতায় মুঠোফোন শব্দটি ব্যবহার করেছেন। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
8/10
তবে অনেক বাংলা ব্লগে মোবাইল ফোনের বাংলা হিসাবে 'চলভাষ' শব্দটি ব্যবহার করা হয়। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
9/10
কিন্তু এই শব্দটির সঙ্গে সাধারণ মানুষ আরও পরিচিত নন। গম্ভীর শব্দ হওয়ায় এর ব্যবহার খুবই কম বলা যায়। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
10/10
তবে বাংলা যে কোনও অনুবাদ থেকে এখন সাধারণ মানুষের কাছে মোবাইল শব্দটিই বেশি প্রচলিত হয়ে গিয়েছে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)