TRENDING:

দীপাবলীর দিন থেকে এই সব ফোনে WhatsApp কাজ করবে না, আপনার ফোনে চলবে তো? জেনে নিন

Last Updated:
২৪ অক্টোবর কালীপুজোর দিন থেকেই বেশ কয়েকটি স্মার্টফোনে কাজ করবে না WhatsApp।
advertisement
1/8
দীপাবলীর দিন থেকে এই সব ফোনে WhatsApp কাজ করবে না, আপনার ফোনে চলবে তো? জেনে নিন
দীপাবলীর উৎসবের মরশুমের মধ্যে WhatsApp ইউজারদের জন্য রয়েছে একটি খারাপ খবর। এই উৎসবের মরশুমে ইউজাররা WhatsApp ব্যবহার করে তাঁদের বন্ধুবান্ধব, পরিবারের সঙ্গে বিভিন্ন ধরনের ফটো এবং ভিডিও শেয়ার করে থাকেন। কিন্তু এর মধ্যেই জানা গিয়েছে যে, বেশ কয়েকটি স্মার্টফোনে বন্ধ হতে চলেছে WhatsApp।
advertisement
2/8
রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে ২৪ অক্টোবর কালীপুজোর দিন থেকেই বেশ কয়েকটি স্মার্টফোনে কাজ করবে না WhatsApp। এর ফলে WhatsApp ইউজারদের স্বাভাবিক ভাবেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। ভারতে প্রায় ৫০ কোটির বেশি WhatsApp ইউজার রয়েছে, সুতরাং সমস্যায় পড়তে চলেছেন অনেকেই।
advertisement
3/8
রিপোর্ট অনুযায়ী ২৪ অক্টোবর থেকে বেশ কয়েকটি ফোনে WhatsApp ব্যবহার করা যাবে না। এর মধ্যে রয়েছে আইফোনের বেশ কয়েকটি মডেল, যা পুরনো অপারেটিং সিস্টেম দ্বারা কাজ করে। কিন্তু যে সকল ইউজার আইফোনের পুরনো অপারেটিং সিস্টেম ব্যবহার করেন, তাঁরা নিজেদের ডিভাইস আপডেট করে WhatsApp ব্যবহার করতে পারবেন।
advertisement
4/8
পারবেন। তবে এক্ষেত্রে জেনে রাখা প্রয়োজন যে, অ্যাপল কোম্পানির তরফে আইফোনের আইওএস ১০ এবং আইওএস ১১ অপারেটিং সিস্টেম সাপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে।
advertisement
5/8
আরও জানা গিয়েছে যে আইফোন ৫ এবং আইফোন ৫সি ইউজাররা WhatsApp ব্যবহার করতে পারবে না। এই বিষয়ে কোম্পানির তরফে জানানো হয়েছে যে, এই সকল ফোনে WhatsApp সার্ভিস বন্ধ করা হয়েছে কারণ, আগামী দিনে বেশ কিছু আপডেট আসতে চলেছে। যা এই সকল ফোনে কাজ করবে না।
advertisement
6/8
এই সকল আইফোনের WhatsApp কাজ না করলেও, অন্য বেশ কয়েকটি পুরনো আইফোনে WhatsApp কাজ করবে। আইফোন ৫এস, আইফোন ৬ এবং আইফোন ৬এসের ইউজাররা এখনও WhatsApp ব্যবহার করতে পারবেন। কিন্তু এর জন্য সেই সকল ফোনের ইউজারদের নিজেদের ডিভাইসকে আইওএস ১৫ অথবা আইওএস ১৬ ভার্সনে আপডেট করতে হবে।
advertisement
7/8
আইফোনের ইউজারদের নিজেদের ডিভাইস আপডেট করার জন্য সবার প্রথমে আইফোনের সেটিং অপশনে যেতে হবে। এরপর সেখান থেকে জেনারেল সেটিং অপশনে যেতে হবে। সেখানেই চেক করা যাবে নিজেদের ফোনের আইওএস ভার্সন আপডেট।
advertisement
8/8
এক্ষেত্রে ইউজারদের ফোনে কোনও রকম আপডেট দেওয়া হলে, সেখানেই সেটি দেখা যাবে। এক্ষেত্রে সেই ফোনে যদি আইওএস ১৫ এবং আইওএস ১৬-এর কোনও আপডেট দেখা না যায়, তাহলে সেই ফোনে WhatsApp চলবে না।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
দীপাবলীর দিন থেকে এই সব ফোনে WhatsApp কাজ করবে না, আপনার ফোনে চলবে তো? জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল