আপনার WhatsApp চ্যাট এইভাবে করুন লক, শতচেষ্টা করেও কেউ দেখতে পাবে না
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
এবার আপনার চ্যাট আরও সুরক্ষিত করতে নতুন দুটি প্রাইভেসি ফিচার লঞ্চ করেছে হোয়াটসঅ্যাপ
advertisement
1/6

হোয়াটসঅ্যাপ (WhatsApp) ছাড়া বর্তমান প্রজন্মের জীবন যেন অচল। নিত্য নতুন ফিচার নিয়ে এসে আরও জনপ্রিয় হয়ে উঠছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। এবার আপনার চ্যাট আর ছবি আরও সুরক্ষিত করতে নতুন দুটি প্রাইভেসি ফিচার লঞ্চ করেছে হোয়াটসঅ্যাপ।
advertisement
2/6
সদ্য হোয়াটসঅ্যাপ Android আর iPhone গ্রাহকদের জন্য দুটি প্রাইভেসি ফিচার নিয়ে এসেছে। এখন Android ইউজাররা পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট লক ফিচার আর iPhone ইউজাররা পেয়ে যাবেন স্ক্রিনলক ফিচার।
advertisement
3/6
Android ইউজাররা পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট লক ফিচার। এই ফিচারের সাহায্যে গ্রাহকরা নিজেদের হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক করে রাখতে পারবেন। মানে ইউজারের হোয়াটসঅ্যাপ তখনই খুলবে যখন তিনি নিজের সেই নির্দিষ্ট ফিঙ্গারপ্রিন্ট দেবেন। এই ফিচারটি অ্যাকটিভেট করার জন্য প্রথমে WhatsApp-এর সেটিং-এ যান। এরপ্র প্রাইভেসির অপশনে গিয়ে fingerprint lock অন করুন।
advertisement
4/6
এই সুবিধাটি শুধুমাত্র ওই ফোনেই পাওয়া যাবে যে সব Android স্মার্টফোনে ফিঙ্গারপ্রিন্ট লক রয়েছে।
advertisement
5/6
iPhone গ্রাহকদের জন্য হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে Screen Lock নামে একটি প্রাইভেসি ফিচার । এই ফচারটি Android-এর ফিঙ্গারপ্রিন্টের মতোই কাজ করবে। এই ফিচারটি অন করলেই হোয়াটসঅ্যাপের স্ক্রিন লক হয়ে যাবে যা শুধুমাত্র Face ID Recognition-এর পরেই খুলবে।
advertisement
6/6
আপনি যে কোনও স্মার্টফোনই ব্যবহার করুন না কেন এই প্রাইভেসি ফিচারগুলি দিয়ে নিজের হোয়াটসঅ্যাপকে আরও সুরক্ষিত করতে পারবেন আর পার্সোনাল চ্যাটের প্রাইভেসিঅ বজাই রাখতে পারবেন।