TRENDING:

বিক্রি শুরু Vivo Z1x, জিও গ্রাহকরা পেয়ে যাবেন ৬০০০ টাকার বেনিফিট

Last Updated:
HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে ফোনটি পেয়ে যাবেন 1250 অবধি ছাড়
advertisement
1/6
বিক্রি শুরু Vivo Z1x, জিও গ্রাহকরা পেয়ে যাবেন ৬০০০ টাকার বেনিফিট
সেপ্টেম্বর মাসে লঞ্চ হয়েছিল Vivo Z1x ফোন। আজ, শুক্রবার দুপুর ১২টা থেকে vivo.com বা Flipkart-এ পাওয়া যাচ্ছে এই ফোনটি। দুটি ভেরিয়েন্টে পাওয় আজাবে এই ফোনটি - 64GB আর 128GB।
advertisement
2/6
6GB RAM+64GB স্টোরেজের Vivo Z1x এর দাম 16,990 টাকা আর 6GB RA+128GB স্টোরেজের দাম 18,990 টাকা। আপনি যদি HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে ফোনটি কেনে তাহলে পেয়ে যাবেন 1250 অবধি ছাড়।
advertisement
3/6
জিও গ্রাহকদের জন্য থাকছে ৬০০০ টাকায় বেনিফিট অফার। এছাড়াও থাকছে No cost EMI অপশন তাঁদের জন্য জাতা পুরো টাকা একবারে দিতে চাইছেন না।
advertisement
4/6
এই ফোনটির সবচেয়ে প্রধান আকর্ষণগুলোর মধ্যে একটি এর বিশাল ব্যাটারি। Vivo Z1x ফোনে রয়েছে 4500mAh ব্যাটারির সঙ্গে 22.5W ফাস্ট চার্জিং।
advertisement
5/6
ডুয়াল সিম Vivo Z1x ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে থাকছে একটি 6.38 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে আর প্রটেকশনের জন্য রয়েছে SCHOTT Xensation গ্লাস। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 712 চিপসেট।
advertisement
6/6
ছবি তোলার জন্য Vivo Z1x ফোনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ - একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে 32 মেগাপিক্সেল সেন্সর।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
বিক্রি শুরু Vivo Z1x, জিও গ্রাহকরা পেয়ে যাবেন ৬০০০ টাকার বেনিফিট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল