TRENDING:

হোল-পাঞ্চ ডিসপ্লে-সহ লঞ্চ হল Vivo Z1 Pro, জেনে নিন দাম ও ফিচার্স

Last Updated:
advertisement
1/7
হোল-পাঞ্চ ডিসপ্লে-সহ লঞ্চ হল Vivo Z1 Pro
আজ, বুধবার ভারতে লঞ্চ হল Vivo Z-সিরিজের প্রথম ফোন Vivo Z1 Pro। দুপুর 11.30 টায় নয়াদিল্লিতে এক ইভেন্টে নতুন এই স্মার্টফোনটি লঞ্চ করল Vivo। তরুন প্রজন্মের মথা মাথায় রেখে নতুন এই স্মার্টফোন লঞ্চ করেছে Vivo
advertisement
2/7
ডুয়াল সিম Vivo Z1 Pro ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলছে কোম্পানির Funtouch OS 9 স্কিন। ফোনের ডিসপ্লে 6.5 ইঞ্চি। ফোনের IPS LCD FHD+ ডিসপ্লের একটি কোনে থাকছে একটি ছোট পাঞ্চ হোল সেলফি ক্যামেরা। ফোনের অ্যাসপেক্ট রেশিও 19.5:9 ।
advertisement
3/7
Vivo Z1 Pro থাকছে Snapdragon 712 প্রসেসর। এই প্রথম কোনও ডিভাইসে এই প্রসেসর ব্যবহার করা হয়েছে সঙ্গে থাকছ Adreno 616 GPU।
advertisement
4/7
তিনটি ভেরিয়েন্টে পাওয়া যাবে এই স্মার্টফোন - 4 GB RAM + 64 GB স্টোরেজ, 6 GB RAM + 64 GB স্টোরেজ আর 6 GB RAM+ 128 GB স্টোরেজ।
advertisement
5/7
ছবি তোলার জন্য Vivo Z1 Pro ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। এই সেটআপে থাকছে 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।
advertisement
6/7
ফোনের ভিতরে থাকছে 5,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। Vivo Z1 Pro এর ওজন 201 গ্রাম। গেম খেলার জন্য এই ফোনে থাকছে Game Mode 5.0।
advertisement
7/7
4GB RAM + 64GB স্টোরেজে Vivo Z1 Pro এর দাম 14,990 টাকা। 6GB RAM + 64GB স্টোরেজের দাম 16,990 টাকা । আর 6GB RAM + 128GB স্টোরেজের Vivo Z1 Pro-এর দাম 17,990 টাকা।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
হোল-পাঞ্চ ডিসপ্লে-সহ লঞ্চ হল Vivo Z1 Pro, জেনে নিন দাম ও ফিচার্স
Open in App
হোম
খবর
ফটো
লোকাল