লঞ্চের আগেই প্রি-বুকিং শুরু Vivo S1-এর, জেনে নিন ফিচার্স
Last Updated:
Vivo S1 ফোনের প্রি-বুকিং নিতে শুরু করেছে Vivo। 7 অগাস্ট পর্যন্ত ফোন প্রি-অর্ডার করা যাবে
advertisement
1/5

7 অগাস্ট ভারতে লঞ্চ হবে Vivo-র পরবর্তী স্মার্টফোন S1। আর ইতিমধ্যেই এই ফোনের প্রি-বুকিং নিতে শুরু করেছে Vivo। 7 অগাস্ট পর্যন্ত ফোন প্রি-অর্ডার করা যাবে। 2,000 টাকার বিনিময়ে ভারতে Vivo S1 প্রি-অর্ডার করা যাচ্ছে।
advertisement
2/5
তিনটি ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে এই ফোনটি - 4GB RAM + 128GB স্টোরেজ, 6GB RAM + 128GB স্টোরেজ আর 8GB RAM + 128GB স্টোরেজ।
advertisement
3/5
এই ফোনে রয়েছে 6.38 ইঞ্চি Full HD+ সুপার AMOLED ডিসপ্লে। ফোনের ডিসপ্লের নিচে থাকবে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর। ফোনের ভিতরে থাকতে পারে MediaTek Helio P65 12nm octa-core প্রসেসর।
advertisement
4/5
ফোন রয়েছে তিনটি রিয়ার ক্যামেরা সেটআপ - 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার, 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।
advertisement
5/5
ফোনের Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপর চলবে কোম্পানির নিজস্ব FunTouch OS। ফোনের ভিতরে রয়ছে 4,500mAh ব্যাটারি, সঙ্গে রয়েছে 18W ফাস্ট চার্জিং। অনান্য ফিচারের মধ্যে রয়েছে Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, আর Micro-USB।