VI: Vodafone-Idea-র বছরের শেষে কাঁপানো রিচার্জ প্ল্যান! মাত্র ২৫, ৫৫ টাকায় হাই স্পিড 4G ইন্টারনেট প্ল্যান সঙ্গে দুরন্ত সুবিধাও
- Published by:Arjun Neogi
Last Updated:
VI: হাইস্পিড ইন্টারনেটের সঙ্গে আরও একটি বড় সুবিধা
advertisement
1/10

ভোডাফোন আইডিয়ার পক্ষ থেকে গ্রাহকদের জন্য তুখোড় একটি প্রিপেড প্ল্যান বাজারে নিয়ে এসেছে সেটি হল ২৫ ও ৫৫ টাকার বাম্পার প্ল্যান ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/10
এই দুটি রাচার্জ প্ল্যানের মধ্যে কোনও একটি রিচার্জ করলেই মিউজিক অ্যাকসেস পাওয়া যাবে ৷ উই হাঙ্গামার সঙ্গে একটি চুক্তি করেছে Vi-Hungama Music ৷ বিনামূল্যে মিউজিক শুনতে পারবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/10
২৫ ও ৫৫ টাকার প্ল্যান অ্যাক্টিভেট করতে গেলে যেকোনও বেস প্ল্যান অ্যাক্টিভ থাকতে হবে ৷ মনে রাখতে হবে এই দুই রিচার্জ প্ল্যান ৪জি ডেটা ভাউচার ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/10
যদিও এখনও সারা দেশে ভোডাফোনের ৫জি পরিষেবা শুরু হয়নি ৷ এই কারণেই গ্রাহকদের রিচার্জের উপরে ৪জি হাই স্পিড ডেটা পাবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/10
২৫ টাকার প্রিপেড ভাউচারে গ্রাহকেরা পাবেন ১.১ জিবি হাইস্পিড ফোর-জি ডেটা ৷ ডেটার সুবিধা পাওয়া যাবে ২৪ ঘণ্টা পর্যন্ত পাওয়া যাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/10
যদি বিজ্ঞাপনহীন মিউজিক সাবস্ক্রিপশন না করতে চান সেক্ষেত্রে রিচার্জ করতে পারেন ৪ জি ডেটা ভাউচার ৷ এই প্ল্যানের ভ্যালিডিটি বা বৈধ্যতা একদিনের ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/10
যদি ৫৫ টাকার রিচার্জ প্ল্যানের কথা বলা যায় সেক্ষেত্রে বলা যেতে পারে যে এই প্ল্যানে ৩.৩ জিবির হাই স্পিড ফোরজি ডেটা পাওয়া যাবে ৷ এই প্ল্যানের বৈধ্যতা সাতদিনের ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/10
২৫ টাকার রিচার্জ কুপনের মত বিজ্ঞাপন ফ্রি মিউজিকের মজা নিতে পারেন ৷ তবে এই রিচার্জ ভাউচারের বৈধতা এক মাসের ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/10
যদি মিউজিকের সুবিধা না নিতে চান সেক্ষেত্রে ৭৫ টাকা দিয়ে রিচার্জ করলে ৬জিবি হাই স্পিড ডেটা পাবেন যার বৈধ্যতা থাকবে ৭ দিনের ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/10
তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে এই দুটি ভাউচার রিচার্জ করার আগে অবশ্যই কোনও বেসিক প্ল্যান আগে থেকেই অ্যাক্টিভেটেড থাকতে হবে ৷ প্রতীকী ছবি ৷