WhatsApp: পুজোর পরে জোর ধাক্কা! ২৪ অক্টোবর থেকেই বন্ধ হোয়াটসঅ্যাপ? ২৫টি স্মার্টফোনে কাজ করবেনা
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
WhatsApp: বড় বড় ২৫টি সংস্থার ফোনে হোয়াটসঅ্যাপ কাজ করবেনা
advertisement
1/13

মেসেজিং অ্যাপ WhatsApp 24 অক্টোবর থেকে Samsung, Apple, Sony সহ ২৫টি স্মার্টফোনে কাজ করা বন্ধ করে দেবে। প্রতীকী ছবি ৷
advertisement
2/13
সংস্থার নতুন অপারেটিং সিস্টেমে ব্যবহারকারীদের সর্বশেষ বৈশিষ্ট্য সক্রিয় করতে চায় সংস্থা, তাই হোয়াটসঅ্যাপ পুরনো ওএস সিস্টেমের অপারেশন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/13
WhatsApp 24 অক্টোবরের পর Android OS সংস্করণ 4.1 এবং তার আগে চলমান কিছু স্মার্টফোনে বব্ধ হবে হোয়াটসঅ্যাপ । প্রতীকী ছবি ৷
advertisement
4/13
যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার চালিয়ে যেতে চাইলে, ফোন পরিবর্তন করতে হবে, নতুন অপারেটিং সিস্টেমে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/13
সেই জন্য সংস্থার নির্দেশ অনুযায়ী সর্বশেষ আপডেট এবং নিরাপত্তা প্যাচ পেতে পারেন। প্রতীকী ছবি ৷
advertisement
6/13
Samsung Galaxy S2, Nexus 7, iPhone 5, iPhone 5c, Archos 53 Platinum, Grand S Flex ZTE, Grand X Quad V987 ZTE, HTC Desire 500, Huawei Ascend D ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/13
Huawei Ascend D1, HTC One, Sony Xperia Z, LG Optimus G Pro, Samsung Galaxy Nexus, HTC Sensation, Motorola Droid Razr, Sony Xperia S2, Motorola Xoom ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/13
Samsung Galaxy Tab 10.1, Asus Eee Pad Transformer, Acer Iconia Tab A5003, Samsung Galaxy S, HTC Desire HD, LG Optimus 2X Sony Ericsson Xperia Arc3 ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/13
এই স্মার্টফোনগুলিতে হোয়াটসঅ্যাপ ব্যবহারের মেয়াদ শেষ করার আগে, সংস্থার পক্ষ থেকে ব্যবহারকারীদের কাছে একটি বিজ্ঞপ্তিও পাঠাচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/13
সেখানে ডিভাইসটি আপগ্রেড করতে বলা হচ্ছে। আপনি যদি এটি না করেন, তাহলে ২৪ অক্টোবরের পরে আপনি WhatsApp থেকে আপডেট পাবেন না। প্রতীকী ছবি ৷
advertisement
11/13
সিকিউরিটি প্যাচ ইত্যাদি পাওয়া বন্ধ হলে, সহজেই হ্যাকারদের লক্ষ্যপূরণ হতে পারে। অতএব ডিভাইসটি আপগ্রেড করা ভাল। প্রতীকী ছবি ৷
advertisement
12/13
২৪ অক্টোবরের পর থেকে মোবাইলে হোয়াটসঅ্যাপ কাজ করা বন্ধ করে দেবে এমন নয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/13
এতে এমন কোনও আপডেট পাবেন না যা আপনার নিরাপত্তা সুনিশ্চিত করতে পারে ৷ প্রতীকী ছবি ৷