TRENDING:

এই চার্জারে ফোনে চার্জ করছেন? সর্বনাশ! খারাপ হওয়ার আগে সাবধান!

Last Updated:
Fast Charger: আমরা অযথা, ফাস্ট চার্জিং সাপোর্ট করে এমন চার্জার কিনে ফেলি। এটা একেবারেই ঠিক নয়।
advertisement
1/7
এই চার্জারে ফোনে চার্জ করছেন? সর্বনাশ! খারাপ হওয়ার আগে সাবধান!
জীবন বড় দ্রুত বয়ে যাচ্ছে। গত কয়েক বছরে প্রযুক্তির হাত ধরে মানুষের জীবন ক্রমাগত দ্রুত হয়েছে। সমস্ত কাজই এখন দ্রুত হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করে মানুষ। তা সে ইন্টারনেটই হোক বা মোবাইল চার্জিং। এমনকী হোটেলেও চাই ফাস্ট ফুড, জীবনে চাই দ্রুত সাফল্য। কিন্তু এই তাড়াহুড়োয় অনেক সময়ই অনেক গোলমাল হয়ে যায়। ঠিক যেমন ফাস্ট ফুড আদতেও শরীরের জন্য ভাল নয়
advertisement
2/7
তেমনই আমরা অযথা, ফাস্ট চার্জিং সাপোর্ট করে এমন চার্জার কিনে ফেলি। এটা একেবারেই ঠিক নয়। তাহলে কি ফাস্ট চার্জিং খুব খারাপ জিনিস! না, তা একেবারেই নয়। কিন্তু ওই চার্জিং ব্যবস্থা আদৌ নিজের ফোনের সঙ্গে খাপ খাবে কিনা, সেই বিষয়ে দু’বার ভাবনাচিন্তা করা দরকার।
advertisement
3/7
অনেক সময়ই এমন হয় যে স্মার্টফোনের সঙ্গে থাকা চার্জার নষ্ট গেলে আলাদা করে নতুন চার্জার কিনতে হয়। সেই সময় আধুনিক প্রযুক্তির প্রলোভনে পড়েন অনেকেই। অনেক সময়ই দেখা যায় ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ একটি নতুন চার্জার কিনে ফেলি আমরা। অনেক সময় অনেক অসাধু ব্যবসায়ী এগুলি কিনতে প্ররোচিতও করে। কিন্তু ওই চার্জার আদৌ স্মার্টফোনটির জন্য মানানসই কিনা ভেবে দেখা হয় না।
advertisement
4/7
কিন্তু কী ভাবে বোঝা যাবে, কোনও ফোন ফাস্ট চার্জিং সহ্য করতে পারবে কিনা! এটি পরীক্ষা করার সহজ উপায় হল ফোনের স্পেসিফিকেশন পরীক্ষা করে দেখা। এখানেই দেখা যাবে এটি কতখানি ফাস্ট চার্জ সহ্য করতে পারে।
advertisement
5/7
চার্জার কেনার সময় এর ভোল্টেজ (V) এবং অ্যাম্পিয়ার (A) দেখে নিতে হবে। আর সেগুলি মিলিয়ে দেখে নিতে হবে নিজের ফোনের স্পেসিফিকেশনের সঙ্গে। যদি কারও ফোনের চার্জিং ক্ষমতা একই রেঞ্জের মধ্যে থাকে তাহলে ঠিক আছে। ফাস্ট চার্জারটি কিনে ফেলাই যায় নিজের জন্য।
advertisement
6/7
চার্জার কেনার সময় সবসময় নিরাপত্তার দিকে খেয়াল রাখা জরুরি। কিছু টাকা সাশ্রয় করার জন্য এমন কোনও চার্জার কেনা উচিত নয়, যা আদতে ফোনের স্বাস্থ্য নষ্ট করবে।
advertisement
7/7
সেজন্য কখনই কাজ চালানোর মতো চার্জার কেনা উচিত নয়। বেশির ভাগ সময়ই এগুলির নিরাপত্তা পরীক্ষা করা হয় না। ফলে স্মার্টফোনের ব্যাটারির উপর বিরূপ প্রভাব ফেলে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
এই চার্জারে ফোনে চার্জ করছেন? সর্বনাশ! খারাপ হওয়ার আগে সাবধান!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল