তৈরি থাকুন, বাড়তে চলেছে মাসের খরচ! মোবাইল ব্যবহারকারীদের মাথায় হাত
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Mobile tariff hike by 17 percent: অ্যান্টিক স্টক ব্রোকিং এক বিশ্লেষণে দাবি করেছে, ভারতের টেলিকম ইন্ডাস্ট্রিতে এয়ারটেলের অংশীদারিত্ব বেড়ে ৩৩ শতাংশ হতে পারে। আর জিও-র অংশীদারিত্ব ৩৯.৭ শতাংশ।
advertisement
1/7

আবার বাড়তে চলেছে ফোনে রিচার্জের খরচ। লোকসভা ভোটের পরই গ্রাহকদের পকেটে বাড়তি চাপ পড়বে বলে জানা যাচ্ছে।
advertisement
2/7
একলাফে ১৫ থেকে ১৭ শতাংশ পর্যন্ত ট্যারিফ বাড়াতে পারে মোবাইল পরিষেবা প্রধানকারী সংস্থাগুলি। জানা যাচ্ছে এমনটাই।
advertisement
3/7
গ্রাহক পিছু গড় আয়ের নিরিখে বর্তমানে সবচেয়ে এগিয়ে রয়েছে এয়ারটেল। এয়ারটেলের 'অ্যাভারেজ রেভিন্যু পার ইউজার' হল ২০৮ টাকা।
advertisement
4/7
এয়ারটেলের 'অ্যাভারেজ রেভিন্যু পার ইউজার' বছর দুয়েকের মধ্যে হতে পারে ২৮৬ টাকা।
advertisement
5/7
লোকসভা ভোটের পর এয়ারটেলের গড় আয় গ্রাহক পিছু ৫৫ টাকা করে বাড়তে পারে।
advertisement
6/7
অ্যান্টিক স্টক ব্রোকিং এক বিশ্লেষণে দাবি করেছে, ভারতের টেলিকম ইন্ডাস্ট্রিতে এয়ারটেলের অংশীদারিত্ব বেড়ে ৩৩ শতাংশ হতে পারে। আর জিও-র অংশীদারিত্ব ৩৯.৭ শতাংশ।
advertisement
7/7
এয়ারটেলের গ্রাহক সংখ্যা বার্ষিক ২ শতাংশ হারে বৃদ্ধি পেতে পারে বলেও জানা যাচ্ছে।