TRENDING:

Realme: আসছে Realme-র ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ফোন! ফিচার থেকে দাম, জেনে নিন সব খুঁটিনাটি

Last Updated:
আগামী ১৯ জুলাই ভারতে Realme C53 ফোন লঞ্চ করা হবে। Realme-র তরফে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
advertisement
1/7
আসছে Realme-র ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ফোন! ফিচার থেকে দাম, খুঁটিনাটি জেনে নিন
বর্তমানে ভারতে বিভিন্ন দামের বিভিন্ন ধরনের স্মার্টফোন রয়েছে। এখন মোবাইল কোম্পানিগুলি কম দামে বেশি ফিচার যুক্ত স্মার্টফোন লঞ্চ করে চলেছে। গ্রাহকদের মধ্যে আধুনিক ক্যামেরা যুক্ত স্মার্টফোনের চাহিদা খুবই বেশি। এই কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের স্মার্টফোনে বেশি মেগাপিক্সেলের ক্যামেরা যুক্ত করা হচ্ছে। আগামী ১৯ জুলাই ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা যুক্ত তেমনই একটি স্মার্টফোন লঞ্চ করা হতে চলেছে। জানা গিয়েছে যে জনপ্রিয় কোম্পানি Realme আগামী ১৯ জুলাই ভারতে লঞ্চ করতে চলেছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা যুক্ত স্মার্টফোন। এক নজরে দেখে নেওয়া যাক সমস্ত খুঁটিনাটি।
advertisement
2/7
আগামী ১৯ জুলাই ভারতে Realme C53 ফোন লঞ্চ করা হবে। Realme-র তরফে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। এই ফোনের বিশেষত্ব হল এটি ১০৮MP প্রাইমারি ক্যামেরা সহ পাওয়া যাবে।
advertisement
3/7
Realme C53 ভারতে ১৯ জুলাই দুপুর ১২টায় লঞ্চ হবে। এটি একটি অনলাইন ইভেন্টের মাধ্যমে লঞ্চ করা হবে। ইউটিউবে এই ইভেন্ট দেখতে পাওয়া যাবে। Realme কোম্পানি তাদের ওয়েবসাইটে এই ফোনের জন্য একটি টিজারও প্রকাশ করেছে।
advertisement
4/7
Realme C53 ফোনে ১০৮MP প্রাইমারি ক্যামেরা রয়েছে। ফোনের ব্যাকে শুধু ডুয়াল ক্যামেরা সেটআপ দেখা যাবে। এছাড়াও একটি LED ফ্ল্যাশ থাকতে পারে। Realme কোম্পানি তার সাইটে লিখেছে যে, এটি তাদের সেগমেন্টের প্রথম ফোন যা ১০৮MP ক্যামেরা-সহ আসবে।
advertisement
5/7
Realme কোম্পানির সাইটে আরও বলা হয়েছে যে, ক্যামেরার জন্য ফোনে নাইট ফটোগ্রাফি, পোর্ট্রেট মোড এবং স্ট্রিট ফটোগ্রাফি মোডও পাওয়া যাবে। এই বিষয়ে জেনে রাখা প্রয়োজন যে, Realme কোম্পানি শুধুমাত্র C-সিরিজে সস্তা ফোন লঞ্চ করে। সেক্ষেত্রে এই ফোনটিও খুব সাশ্রয়ী মূল্যে লঞ্চ করা হতে পারে।
advertisement
6/7
ক্যামেরা ছাড়াও Realme কোম্পানি তাদের সাইটে আরও জানিয়েছে যে, এই Realme C53 স্মার্টফোনে একটি বড় ৫০০০mAh ব্যাটারি থাকবে। এর সঙ্গে ১৮W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে।
advertisement
7/7
১৮W ফাস্ট চার্জিং সহ এই ফোনটি ৫২ মিনিটের মধ্যে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ হবে। একবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে ইউজাররা এতে ৩৯ দিনের স্ট্যান্ডবাই টাইম পাবেন। এর সঙ্গে ১৬ ঘন্টা ভিডিও প্লেব্যাকও পাওয়া যাবে। এই ফোনটির ডিজাইন ৭.৯৯mm পর্যন্ত স্লিক হতে পারে।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Realme: আসছে Realme-র ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ফোন! ফিচার থেকে দাম, জেনে নিন সব খুঁটিনাটি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল