TRENDING:

বিক্রি শুরু হল রোটেটিং ট্রিপল ক্যামেরা-সহ Samsung Galaxy A80, জেনে নিন দাম

Last Updated:
এই প্রথম কোন ফোনে ব্যাবহার করা হয়েছে রোটেটিং ট্রিপল ক্যামেরা
advertisement
1/9
বিক্রি শুরু হল রোটেটিং ক্যামেরা-সহ Samsung Galaxy A80, জেনে নিন দাম
জুলাই মাসে ভারতে লঞ্চ হয়েছিল Samsung Galaxy A80। আজ, বৃহস্পতিবার থেকে বিক্রি শুরু হল Galaxy A80।এই প্রথম কোন ফোনে ব্যাবহার করা হয়েছে রোটেটিং ট্রিপল ক্যামেরা।
advertisement
2/9
Galaxy A80 ফোনে রয়েছে 6.7 ইঞ্চি FHD+ Super AMOLED ইনফিনিটি ডিসপ্লে, রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ফোনের ভিতরে থাকছে Snapdragon 730G প্রসেসর। সাথে থাজছে 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
advertisement
3/9
ডুয়াল সিম Samsung Galaxy A80 ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব One UI স্কিন।
advertisement
4/9
এই প্রযুক্তি ব্যবহারের ফলে ফোনের সামনে নচ ছাড়া ডিসপ্লে ব্যবহার করতে পেরেছে Samsung। এই ফোনে থাকছে একটি 6.7 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে।
advertisement
5/9
এই ফোনের প্রধান আকর্ষণ এর রোটেটিং সেলফি ক্যামেরা । সেলফি ক্যামেরা সিলেক্ট করলে এই ফোনের উপরে স্লাইডার উঠে আসবে। এর সাথেই ট্রিপল ক্যামেরা ঘুরে সামনের দিকে চলে আসবে।
advertisement
6/9
Galaxy A80 ফোনের রোটেটিং ক্যামেরায় থাকছে ট্রিপল ক্যামেরা। একই ক্যামেরা 180 ডিগ্রি ঘুরে রিয়ার ক্যামেরা ও সেলফি ক্যামেরার কাজ করবে। এই ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি থ্রি ডি ডেপ্ত সেন্সার।
advertisement
7/9
Samsung Galaxy A80 ফোনের ভিতরে থাকছে 3,700 mAh ব্যাটারি আর 25W ফাস্ট চার্জ সাপোর্ট।
advertisement
8/9
ভারতে Samsung Galaxy A80-এর দাম 47,990 টাকা। 8GB RAM আর 128GB স্টোরেজে পাওয়া যাচ্ছে Galaxy A80।
advertisement
9/9
Samsung Galaxy A80 পাওয়া যাবে মাত্র তিনটি রঙে এনজেল গোল্ড, ঘোস্ট ওয়াইট আর ফান্টম ব্ল্যাক। Amazon, Flipkart আর Samsung ওয়েবসাইট থেকে পাওয়া যাবে Galaxy A80।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
বিক্রি শুরু হল রোটেটিং ট্রিপল ক্যামেরা-সহ Samsung Galaxy A80, জেনে নিন দাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল