TRENDING:

বাজারে আসছে Samsung Galaxy A80, প্রিবুক করুন আর পেয়ে যান ৫% ক্যাশব্যাক

Last Updated:
advertisement
1/9
প্রিবুক করুন  Samsung Galaxy A80  আর পেয়ে যান ৫% ক্যাশব্যাক
ভারতে লঞ্চ Samsung Galaxy A সিরিজের নতুন স্মার্টফোন। এই প্রথম কোন ফোনে ব্যাবহার করা হয়েছে রোটেটিং ট্রিপল ক্যামেরা। এপ্রিল মাসে বিশ্ব বাজারে এই ফোন লঞ্চ করেছিল Galaxy A80।
advertisement
2/9
Galaxy A80 ফোনে রয়েছে 6.7 ইঞ্চি FHD+ Super AMOLED ইনফিনিটি ডিসপ্লে, রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ফোনের ভিতরে থাকছে Snapdragon 730G প্রসেসর। সাথে থাজছে 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
advertisement
3/9
ডুয়াল সিম Samsung Galaxy A80 ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব One UI স্কিন।
advertisement
4/9
এই প্রযুক্তি ব্যবহারের ফলে ফোনের সামনে নচ ছাড়া ডিসপ্লে ব্যবহার করতে পেরেছে Samsung। এই ফোনে থাকছে একটি 6.7 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে।
advertisement
5/9
এই ফোনের প্রধান আকর্ষণ এর রোটেটিং সেলফি ক্যামেরা । সেলফি ক্যামেরা সিলেক্ট করলে এই ফোনের উপরে স্লাইডার উঠে আসবে। এর সাথেই ট্রিপল ক্যামেরা ঘুরে সামনের দিকে চলে আসবে।
advertisement
6/9
Galaxy A80 ফোনের রোটেটিং ক্যামেরায় থাকছে ট্রিপল ক্যামেরা। একই ক্যামেরা 180 ডিগ্রি ঘুরে রিয়ার ক্যামেরা ও সেলফি ক্যামেরার কাজ করবে। এই ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি থ্রি ডি ডেপ্ত সেন্সার।
advertisement
7/9
Samsung Galaxy A80 ফোনের ভিতরে থাকছে একটি 3,700 mAh ব্যাটারি আর 25W ফাস্ট চার্জ সাপোর্ট।
advertisement
8/9
এই ফোনের প্রিবুকিং শুরু হয়ে গিয়েছে, চলবে 31 জুলাই অবধি। ফোনটির বিক্রি শুরু হবে 1 অগাস্ট থেকে
advertisement
9/9
Samsung Galaxy A80 পাওয়া যাবে মাত্র তিনটি রঙে এনজেল গোল্ড, ঘোস্ট ওয়াইট আর ফান্টম ব্ল্যাক
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
বাজারে আসছে Samsung Galaxy A80, প্রিবুক করুন আর পেয়ে যান ৫% ক্যাশব্যাক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল