TRENDING:

জিও-র দ্বিতীয় বর্ষপূর্তি অফার, বিনামূল্য বাড়তি ডেটা প্যাক !

Last Updated:
advertisement
1/6
জিও-র দ্বিতীয় বর্ষপূর্তি অফার, বিনামূল্য বাড়তি ডেটা প্যাক !
দ্বিতীয় বর্ষপূর্তিতে আবারও বিশেষ অফার নিয়ে এসেছে রিলায়েন্স জিও ৷ পাওয়া যাচ্ছে বাড়তি ডেটা প্যাক ৷ Photo Collected
advertisement
2/6
একে বলা হচ্ছে সেলিব্রেশন প্যাক ৷ যেহেতু জিও-র দ্বিতীয় বছর উদযাপন চলছে, তাই গ্রাহকদের জন্যও বিশেষ এই সুবিধা আনল তারা ৷ Photo Collected
advertisement
3/6
অনেকের ফোনেই চলে এসেছে এই বাড়ি ডেটার সুবিধা ৷ আর যারা এখনও বুঝতে পারছেন না যে এক্সট্রা ডেটা পেলেন কিনা, তারা একবার মাই জিও অ্যাপে গিয়ে দেখে নিন ৷ সেখানেই স্পষ্ট হবে আপনার জিও প্যাকে এই বাড়তি ডেটা পেলেন কিনা ৷ Photo Collected
advertisement
4/6
এই বাড়তি ডেটার জন্য আলাদা কোন টাকা লাগবে না ৷ এই অফারে ২জিবি ডেটা পাবেন প্রতিদিন ৷ আপনাকে শুধুমাত্র দেখে নিয়ে প্ল্যানটা অ্যাকটিভেট করতে হবে ৷ না হলে বাড়তি ডেটা ব্যবহার করতে পারবেন না ৷ Photo Collected
advertisement
5/6
তিনদিন ব্যাপি এই অফার শেষ হচ্ছে আগামিকাল অর্থাৎ ১৭ তারিখ ৷ তাই সময় নষ্ট না করে তাড়াতাড়ি দেখে নিন এই অফার আপনি পেয়েছেন কিনা ৷ Photo Collected
advertisement
6/6
বাড়তি ডেটা প্যাকে ফোন কল বা এসএমএসের কোন সুবিধার কথা বলা হয়নি ৷ অর্থাৎ আপনার নিজস্ব যে প্ল্যান রয়েছে, সেই অনুযায়ী ফোনের সুবিধা বা এসএমএসের সুবিধা পাবেন ৷ Photo Collected
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
জিও-র দ্বিতীয় বর্ষপূর্তি অফার, বিনামূল্য বাড়তি ডেটা প্যাক !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল