Jio Cheapest Prepaid Plan: সবচেয়ে সস্তা প্ল্যানের ধামাকা! ৩০০ টাকারও কম প্ল্যানে Free Calling! 42GB Data
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Reliance Jio Cheapest Plan|Jio Prepaid Plan|Jio unlimited Calling Plans|Jio 4G data plans Mobile Phone Prepaid Recharge Plans|Vodafone Idea Tariff|Vodafone Idea Recharge Plans|Vodafone Idea Prepaid Recharge Plans: মাত্র ৩০০ টাকার কম রিচার্জ প্যাকে একগুচ্ছ সুযোগ সুবিধা আছে
advertisement
1/11

রিলায়েন্স জিও (Reliance Jio Recharge Plans) সব সময়েই গ্রাহকদের জন্য একের পর এক দুর্দান্ত প্ল্যান নিয়ে সব সময়েই বাজারে উপস্থিত হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/11
জিওর (Jio Prepaid Plans) বেশ কিছু রিচার্জ প্ল্যান দুর্দান্ত কেননা সস্তার সঙ্গে বিশাল সুবিধাও থাকে সেই সমস্ত প্ল্যানগুলিতে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/11
আজকে এমন এক প্ল্যান নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে যা সত্যি সত্যি কম দামে ওটিটি প্ল্যাটফর্মের সুবিধাও দিয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/11
এই প্ল্যানে নেটফ্লিক্স (Netflix), ডিজনিপ্লাস হটস্টার, অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশন বিনামূল্যে দেওয়া হয় ৷ এই প্ল্যানের দাম ৩০০ টাকারও কম ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/11
রিলায়েন্স জিও (Reliance Jio) ২৩৯ টাকার রিচার্জ প্ল্যানের বৈধ্যতা ২৮দিনের ৷ যাতে প্রতিটি দিন ১.৫ জিবি ডেটা দেওয়া হয় ৷ মোট ৪২ জিবি সারা মাসে পেয়ে থাকেন গ্রাহকেরা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/11
ডেটা শেষ হয়ে যাওয়ার পরে ১০ টাকা এক জিবি করে চার্জ দিতে হয় ৷ এই পরিষেবায় প্রতিদিন ১০০ টি করে এসএমএস (SMS) পাঠানোর সুবিধা আছে ৷ একই সঙ্গে সমস্ত নেটওয়ার্কে বিনামূল্যে কল করার সুবিধা পাওয়া যায় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/11
এছাড়াও এই প্ল্যানে JioTV, JioCinema, JioSecurity ও JioCloud-এর ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যায় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/11
রিলায়েন্স জিওর ২৯৬ টাকার রিচার্জ প্ল্যানের বৈধ্যতা ৩০ দিনের ৷ যেখানে জিও ইউজাররা মোট ২৫ জিবির ডেটার সুবিধা পেতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/11
যা একদিনেও শেষ করতে পারেন বা ৩০ দিন ধরে ব্যবহার করতে পারেন ৷ এই প্ল্যানে প্রতিদিন ১০০টি করে এসএমএস পাঠাতে পারেন প্রিয়জনদের ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/11
একই সঙ্গে যেকোনও নেটওয়ার্কে বিনামূল্যে কল করার সুবিধা পাবেন ৷ এই প্ল্যানের সঙ্গে JioTV, JioCinema, JioSecurity ও JioCloud-এর ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যায় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/11
(ডিসক্লেইমার নিউজ 18 বাংলা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এক একটি সংস্থা নেটওয়ার্ক ১৮ মিডিয়া অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের মালিকানা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কাছেই রয়েছে) ৷ প্রতীকী ছবি ৷