TRENDING:

গ্রাহকদের বড় ধাক্কা! ফের দামি হচ্ছে মোবাইল রিচার্জ প্ল্যান? চরম আশঙ্কায় কপালে ভাঁজ...! একলাফে দাম বাড়ছে...

Last Updated:
Mobile Recharge Prices Hike: ইতিমধ্যেই জানা গিয়েছে যে, টেলিকম সংস্থাগুলি ২০২৫ সালের শেষ দিক নাগাদ রিচার্জ প্ল্যানগুলিতে পুনরায় সংশোধন আনার পরিকল্পনা করছে। পকেটে ছ্যাঁকা খেতে চলেছেন আম-আদমি?
advertisement
1/8
গ্রাহকদের বড় ধাক্কা! ফের দামি হচ্ছে মোবাইল রিচার্জ প্ল্যান? চরম আশঙ্কায় কপালে ভাঁজ...!
আবারও বড়সড় এক ধাক্কা খেতে চলেছেন ভারতের মোবাইল ব্যবহারকারীরা। কারণ ইতিমধ্যেই জানা গিয়েছে যে, টেলিকম সংস্থাগুলি ২০২৫ সালের শেষ দিক নাগাদ রিচার্জ প্ল্যানগুলিতে পুনরায় সংশোধন আনার পরিকল্পনা করছে।
advertisement
2/8
মনে করা হচ্ছে যে, চলতি বছরে এই ট্যারিফের হার ১০ থেকে ১২ শতাংশ বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে সেইসব গ্রাহকদের ক্ষেত্রে ঘটতে পারে, যাঁরা ইকোনমি রেঞ্জের উর্ধ্বে থাকা প্ল্যানগুলিতে খরচ করতে পারেন। জানিয়ে রাখা ভাল যে, এর আগে ২০২৪ সালের জুলাই মাসে ট্যারিফ বাড়ানো হয়েছিল।
advertisement
3/8
ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের মে মাসে ৭৪ লক্ষ নতুন সক্রিয় ব্যবহারকারী প্রবেশ করেছেন। যা এখনও পর্যন্ত একটি বড় রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী, মে মাসে সক্রিয় মোবাইল ব্যবহারকারীর সংখ্যা বেড়ে ১০৮ কোটিতে পৌঁছে গিয়েছে, যা গত ২৯ মাসের মধ্যে সর্বোচ্চ। আর এই নিয়ে টানা পঞ্চম মাসে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পেল।
advertisement
4/8
এই প্যাকের শীর্ষে রয়েছে Reliance Jio। এই সংস্থার সঙ্গে প্রায় ৫৫ লক্ষ নতুন সক্রিয় গ্রাহক যুক্ত হয়েছেন এবং এর মার্কেট শেয়ার ৫৩ শতাংশে পৌঁছে গিয়েছে। আবার Airtel-এর সঙ্গে যুক্ত হয়েছেন ১৩ লক্ষ নতুন গ্রাহক। আর এর মার্কেট শেয়ার ৩৬ শতাংশে পৌঁছে গিয়েছে।
advertisement
5/8
একজন ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞ ET-র কাছে বলেন যে, এই পরিসংখ্যানগুলি থেকে এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে, যাঁরা প্রয়োজনীয় পরিষেবার জন্য সেকেন্ডারি সিম ব্যবহার করতেন, তাঁরাও ফিরে এসেছেন। তিনি আরও বলেন যে, আসন্ন সময়ে সক্রিয় ব্যবহারকারীদের সংখ্যা বৃদ্ধি কিন্তু 5G-র কার্যকারিতা এবং এর ব্যবহারের উপর নির্ভর করবে।
advertisement
6/8
টিয়ার সিস্টেম অনুযায়ী নির্ধারণ করা হবে নতুন দাম: বিশেষজ্ঞরা মনে করছেন যে, যখন আবার ট্যারিফ বাড়বে, তখন সেটা সকল ব্যবহারকারীর জন্য একই রকম হবে না। বরং টিয়ার সিস্টেম অনুযায়ী ভিন্ন ভিন্ন দামে ট্যারিফ প্রদান করা হতে পারে।
advertisement
7/8
বিশেষজ্ঞরা বলছেন যে, এখন একজন গ্রাহক কতটা ডেটা ব্যবহার করছেন কিংবা সেই গ্রাহকের কত স্পিডের প্রয়োজন, তার ভিত্তিতে প্ল্যানের মূল্য নির্ধারণ করা হতে পারে। এর পাশাপাশি সেই গ্রাহক কোন সময়ে নেটওয়ার্ক ব্যবহার করছেন এবং কত পরিমাণে বা কতটা কম ডেটা ব্যবহার করছেন, সেটাও দেখা যাবে।
advertisement
8/8
Airtel-এর এমডি গোপাল ভিট্টল সম্প্রতি বলেছেন যে, বর্তমান ‘one size fits all’ মডেলটি কাজ করছে না এবং এর পরিবর্তন করা প্রয়োজন। তবে প্ল্যানের দাম বাড়লে ব্যবহারকারীদের উপর কতটা বোঝা বাড়বে, সেই বিষয়টা এখনও স্পষ্ট করেনি কোম্পানিগুলি।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
গ্রাহকদের বড় ধাক্কা! ফের দামি হচ্ছে মোবাইল রিচার্জ প্ল্যান? চরম আশঙ্কায় কপালে ভাঁজ...! একলাফে দাম বাড়ছে...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল