TRENDING:

Online-এ মোবাইলে দুর্দান্ত অফার, ১ টাকায় মিলছে Deal !

Last Updated:
advertisement
1/5
Realme Yo Days, realme backpack, Rs.1 sale, realme phones, offers on phone
অ্যামাজন ইন্ডিয়া ও ফ্লিপকার্টে শুরু হয়েছে ব্যাপক সেল, চূড়ান্ত ছাড় রিয়েলমি মোবাইল ৷ ৭ থেকে ৯ই জানুয়ারি পর্যন্ত চলছে এই সেল ৷ “Realme Yo! Days” বলে এই সেলে পাওয়া যাচ্ছে Realme U1 4GB RAM/64GB-র মোবাইল ৷ সঙ্গে Realme 2, Realme C1, Realme U1 এবং Realme 2 Pro ও মিলছে সেলে ৷
advertisement
2/5
এর সঙ্গেই মিলছে মোবাইল অ্যাক্সেসরি যেমন রিয়ালমি বাডস ইয়ারফোন, রিয়ালমি ব্যাকপ্যাক ৷ তাও মাত্র ১ টাকায় !
advertisement
3/5
যারা অ্যামাজন সেলে স্মার্টফোন কিনবেন, তারা পুরনো ফোনের পরিবর্তে নতুন Realme U1 ফোন কিনলে পাবেন ১হাজার টাকা ছাড় ৷ একই রকমভাবে ফ্লিপকার্টেও মিলবে এই সুবিধা ৷ পুরনো ফোনের বদলে নতুন Realme 2 Pro ফোন নিলে ১হাজার টাকা ছাড় ৷
advertisement
4/5
রিয়ালমি অফিশিয়াল ই-স্টোরে প্রথম ৫০০জন Realme U1 ক্রেতা পেয়ে যাবেন রিয়ালমি বাডস একেবারে ফ্রি ৷ Mobikwik মোবাইল ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করলে আরও ১৫শতাংশ ক্যাশব্যাক পেয়ে যাবেন ৷
advertisement
5/5
তবে সব থেকে আকর্ষণীয় অফার হল ১টাকায় রিয়ালমি ব্যাকপাক পেয়ে যাওয়া, যার বাজার মূল্য ২হাজার ৩৯৯ টাকা ৷ সেল চলাকালীন প্রতিদিনই দুপুর ১২টায় মিলবে এই অফার ৷ ৩০০টি এমন রিয়ালমি ব্যাকপ্যাক মেলার সুযোগ থাকছে এই সেলের ৷
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Online-এ মোবাইলে দুর্দান্ত অফার, ১ টাকায় মিলছে Deal !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল